স্নায়ুতন্ত্র টপিকটি থেকে Important 25 টি mcq প্রশ্ন ও উত্তর | পর্ব-২ | জীবন বিজ্ঞান

স্নায়ুতন্ত্র MCQ প্রশ্ন উত্তর

স্নায়ুতন্ত্র MCQ প্রশ্ন উত্তর [ Part-01 ]

জ জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্র MCQ (Nervous System MCQ in Bengali) এর Part-02 দেওয়া হল। স্নায়ুতন্ত্র MCQ প্রশ্ন উত্তর এর Part-01 না দেখে থাকলে উপরে দেওয়া হয়েছে ক্লিক করে পড়ে নিও। আজকের এই পর্বে থাকছে জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্র টপিকটি থেকে মোট ২৫ টি Important MCQ প্রশ্ন ও সাথে উত্তর। স্নায়ুতন্ত্র mcq প্রশ্ন উত্তর গুলি তোমাদের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

স্নায়ুতন্ত্র টপিকটি থেকে Important 25 টি mcq প্রশ্ন ও উত্তর
স্নায়ুতন্ত্র MCQ প্রশ্ন উত্তর

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ)

প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা “Show Answerবাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....

1. মস্তিষ্কের কোন অংশটি দেহের ভারসাম্য রক্ষা করে?

   🅐 গুরুমস্তিষ্ক

   🅑 লঘুমস্তিষ্ক

   🅒 সুষুম্নাকাণ্ড

   🅓 সুষুম্নাশীর্ষক

উত্তর➠ 🅐 লঘুমস্তিষ্ক

2. একজন প্রাপ্তবয়স্ক লোকের মস্তিষ্কের ওজন প্রায় —

   🅐 1.50 kg

   🅑 1.36 kg

   🅒 2.00 kg

   🅓 1.75 kg

উত্তর➠ 🅑 1.36 kg

3. মস্তিষ্কের আবরণীকে কি বলে?

   🅐 প্লুরা

   🅑 পেরিকার্ডিয়াম

   🅒 পেরিটোনিয়াম

   🅓 মেনিনজেস

উত্তর➠ 🅓 মেনিনজেস

4. নীচের কোনটি পশ্চাদ মস্তিষ্কের অংশ নয়?

   🅐 লঘুমস্তিষ্ক

   🅑 সুষুম্নাশীর্ষক

   🅒 পনস

   🅓 করপাস ক্যালোসাম

উত্তর➠ 🅓 করপাস ক্যালোসাম

 গুরুমস্তিষ্কের গোলার্ধদ্বয় যে স্নায়ু-যোজক দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, তাকে করপাস ক্যালোসাম বলে।

5. অগ্র মস্তিষ্কের সর্বাপেক্ষা বড়ো অংশটি হল 

   🅐 সেরিব্রাল কর্টেক্স

   🅑 মেডালা অবলংগাটা

   🅒 সেরিবেলাম

   🅓 থ্যালামাস

উত্তর➠ 🅐 সেরিব্রাল কর্টেক্স

6. মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত?

   🅐 12 জোড়া

   🅑 31 জোড়া

   🅒 10 জোড়া

   🅓 5 জোড়া

উত্তর➠ 🅑 31 জোড়া

 মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা 12 জোড়া।

7. নীচের কোনটি সংজ্ঞাবহ স্নায়ু?

   🅐 অপটিক

   🅑 অকিউলোমোটর

   🅒 ভেগাস

   🅓 হাইপোগ্লসাস

উত্তর➠ 🅐 অপটিক

8. নীচের কোন স্নায়ুটি চেষ্টীয় (আজ্ঞাবহ)?

   🅐 অপটিক

   🅑 অকিউলোমোটর

   🅒 ভেগাস

   🅓 অলফ্যাক্টরি

উত্তর➠ 🅑 অকিউলোমোটর

9. সুষুম্নাকান্ডের কেন্দ্রীয় নালিকে কি বলে?

   🅐 নিলয়

   🅑 নিউরোসিল

   🅒 অরিকল

   🅓 ভেন্ট্রিকল

উত্তর➠ 🅑 নিউরোসিল

10. নিউরোসিলের মধ্যে যে তরল থাকে তাকে কি বলে?

   🅐 হিমোলিম্ফ

   🅑 লসিকা

   🅒 সেরিব্রোস্পাইনাল তরল

   🅓 নিউরোহিউমর   

উত্তর➠ 🅒 সেরিব্রোস্পাইনাল তরল

11. প্রাণীর বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?

   🅐 সেরিব্রাল কর্টেক্স

   🅑 থ্যালমাস

   🅒 হাইপোথেলামাস

   🅓 পনস

উত্তর➠ 🅐 সেরিব্রাল কর্টেক্স

12. ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?

   🅐 লঘুমস্তিষ্ক

   🅑 গুরুমস্তিষ্ক

   🅒 থ্যালামাস

   🅓 হাইপোথ্যালামাস

উত্তর➠ 🅒 থ্যালামাস

13. কিসের মাধ্যমে পরিবেশ থেকে উদ্দীপনা গৃহীত হয়?

   🅐 রিসেপটর

   🅑 ইফেকটর

   🅒 সেনসরি নিউরোন

   🅓 মোটর নিউরোন

উত্তর➠ 🅐 রিসেপটর

14. চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি বন্ধ হয়ে যায়  এটি কি ধরনের ক্রিয়া?

   🅐 চলন

   🅑 প্রতিবর্ত ক্রিয়া

   🅒 (A) ও (B) উভয়

   🅓 কোনোটিই নয়

উত্তর➠ 🅑 প্রতিবর্ত ক্রিয়া

15. মানুষের  অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী সেটি হল 

   🅐 স্ক্লেরা

   🅑 কোরয়েড

   🅒 রেটিনা

   🅓 কর্নিয়া

উত্তর➠ 🅒 রেটিনা

16. চক্ষুর বাইরের দিকের স্বচ্ছ স্তরটির নাম কি?

   🅐 স্ক্লেরা

   🅑 কোরয়েড

   🅒 রেটিনা

   🅓 কর্নিয়া

উত্তর➠ 🅐 স্ক্লেরা

17. চক্ষুর স্নায়ুস্তরটি হল 

   🅐 স্ক্লেরা

   🅑 কর্নিয়া

   🅒 কোরয়েড

   🅓 রেটিনা

উত্তর➠ 🅓 রেটিনা

18. পীতবিন্দু কোথায় থাকে?

   🅐 চক্ষুতে

   🅑 চক্ষুর রেটিনায়

   🅒 কোরয়েডে

   🅓 স্ক্লেরাতে

উত্তর➠ 🅑 চক্ষুর রেটিনায়

19. দূরের বস্তু দেখার সময় লেন্স 

   🅐 মোটা হয়

   🅑 পুরু হয়

   🅒 পাতলা হয়

   🅓 কোনোটিই নয়

উত্তর➠ 🅒 পাতলা হয়

20. মায়োপিয়াতে ব্যাহত হয় 

   🅐 দূরের দৃষ্টি

   🅑 নিকট দৃষ্টি

   🅒 উভয় দৃষ্টি

   🅓 কোনোটিই নয়

উত্তর➠ 🅐 দূরের দৃষ্টি

21. লেন্স-এর পশ্চাদ প্রকোষ্ঠের তরলকে কী বলে?

   🅐 সেরিব্রো-স্পাইনাল তরল

   🅑 অ্যাকুয়াস হিউমর

   🅒 ভিট্রিয়াস হিউমর

   🅓 পেরিকার্ডিয়াল রস

উত্তর➠ 🅒 ভিট্রিয়াস হিউমর

22. হাইপারমেট্রোপিয়ার ত্রুটি দূর করার জন্য কী লেন্স লাগে?

   🅐 উত্তল লেন্স

   🅑 অবতল লেন্স

   🅒 প্রোগ্রেসিভ লেন্স

   🅓 কোনোটিই নয়

উত্তর➠ 🅐 উত্তল লেন্স

23. চোখের কোন কোশ বর্ণ শোষণে সাহায্য করে?

   🅐 রড কোশ

   🅑 কোন কোশ

   🅒 রড ও কোণ উভয় কোশ

   🅓 কোনোটিই নয়

উত্তর➠ 🅑 কোন কোশ

24. চোখের কোন কোশ অন্ধকারে দেখতে সাহায্য করে?

   🅐 রড কোশ

   🅑 কোন কোশ

   🅒 রড ও কোণ উভয় কোশ

   🅓 কোনোটিই নয়

উত্তর➠ 🅐 রড কোশ

25. নিশাচর প্রাণীরা রাতে দেখতে পায় কেন?

   🅐 রড কোশ বেশি থাকায়

   🅑 কোন কোশ বেশি থাকায়

   🅒 রড ও কোণ কোশ 50% করে থাকায়

   🅓 লেন্স থাকায়

উত্তর➠ 🅐 রড কোশ বেশি থাকায়

Created by www.studyzoneinbengali.in

আরও দেখে নাও:

চলন ও গমন MCQ প্রশ্ন উত্তর | জীবনবিজ্ঞান

সালোকসংশ্লেষ MCQ প্রশ্ন উত্তর | জীবনবিজ্ঞান

Previous Post Next Post

نموذج الاتصال