স্নায়ুতন্ত্র MCQ প্রশ্ন উত্তর
আজ জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্র (Nervous System) টপিকটি থেকে ২৫ টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও সাথে উত্তর দেওয়া হল। স্নায়ুতন্ত্র MCQ (Nervous System MCQ in Bengali) প্রশ্ন উত্তরগুলি তোমাদের আগত সমস্ত পরীক্ষাগুলির প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা “Show Answer” বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....
1. কোন তন্ত্র প্রাণীদেহে ভৌত সমন্বয়সাধন করে?
🅐 অন্তঃক্ষরাতন্ত্র
🅑 সংবহন তন্ত্র
🅒 স্নায়ুতন্ত্র
🅓 লসিকা তন্ত্র
উত্তর➠ 🅒 স্নায়ুতন্ত্র
2. স্নায়ুতন্ত্রের একক কী?
🅐 নেফ্রন
🅑 দেহকোশ
🅒 স্নায়ুকোশ বা নিউরোন
🅓 অ্যাক্সন
উত্তর➠ 🅒 স্নায়ুকোশ বা নিউরোন
➥ নিউরোনের অংশগুলি হল — কোশদেহ, অ্যাক্সন ও ডেনড্রন।
3. যে নিউরোন দিয়ে গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রে যায় তাকে কী বলে?
🅐 সংজ্ঞাবহ নিউরোন
🅑 আজ্ঞাবহ নিউরোন
🅒 সহযোগী নিউরোন
🅓 কোনোটিই নয়
উত্তর➠ 🅐 সংজ্ঞাবহ নিউরোন
➥ সংজ্ঞাবহ নিউরোনের অপর নাম সেনসরি নিউরোন।
4. কোন নিউরোণের সাহায্যে কেন্দ্র থেকে সারা কারকে বা ইফেকটরে (পেশি ও গ্রন্থি) পৌছায়?
🅐 সংজ্ঞাবহ নিউরোন
🅑 আজ্ঞাবহ নিউরোন
🅒 সহযোগী নিউরোন
🅓 সংজ্ঞাবহ ও আজ্ঞাবহ নিউরোন
উত্তর➠ 🅑 আজ্ঞাবহ নিউরোন
➥ আজ্ঞাবহ নিউরোনের অপর নাম চেষ্টীয় নিউরোন বা মোটর নিউরোন।
5. স্নায়ুতন্ত্রের মোট কোশের কত শতাংশ নিউরোগ্লিয়া থাকে?
🅐 50 শতাংশ
🅑 80 শতাংশ
🅒 90 শতাংশ
🅓 70 শতাংশ
উত্তর➠ 🅒 90 শতাংশ
➥ নিউরোগ্লিয়া ধারক কোশ রূপে কাজ করে।
6. দুটি নিউরোনের মিলনস্থলকে কী বলে?
🅐 প্রতিবর্ত ক্রিয়া
🅑 প্রতিবর্ত চাপ
🅒 স্নায়ুসন্নিধি
🅓 নিউরোগ্লিয়া
উত্তর➠ 🅒 স্নায়ুসন্নিধি বা সাইন্যাপস
7. মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কত?
🅐 10 জোড়া
🅑 12 জোড়া
🅒 31 জোড়া
🅓 24 জোড়া
উত্তর➠ 🅑 12 জোড়া
➥ মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া।
8. আমাদের হাসি-কান্না, ক্ষুধা-তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?
🅐 হাইপোথ্যালামাস
🅑 থ্যালামাস
🅒 গুরুমস্তিষ্ক
🅓 লঘুমস্তিষ্ক
উত্তর➠ 🅐 হাইপোথ্যালামাস
9. লোভনীয় খাদ্যের দর্শনে লালা ক্ষরণ হয়, এটি নিয়ন্ত্রণ করে —
🅐 গুরুমস্তিষ্ক
🅑 লঘুমস্তিষ্ক
🅒 সুষুম্নাশীর্ষক
🅓 সুষুম্নাকাণ্ড
উত্তর➠ 🅓 সুষুম্নাকাণ্ড
➥ সুষুম্নাকান্ডের দৈর্ঘ্য 45 cm। সুষুম্নাকান্ডে 31 টি খণ্ডক থাকে।
10. প্যাভলভের পরীক্ষায় কেবল ঘণ্টাধ্বনি শুনেই কুকুরটির লালাক্ষরণ হয়েছিল, এটি একটি —
🅐 জটিল প্রতিবর্ত ক্রিয়া
🅑 শর্তবিহীন প্রতিবর্ত ক্রিয়া
🅒 শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া
🅓 কোনোটিই নয়
উত্তর➠ 🅒 শর্তাধীন বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া
11. অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী?
🅐 স্যার নিউটন
🅑 আইভ্যান প্যাভলভ
🅒 ড. খোরানা
🅓 জগদীশচন্দ্র বোস
উত্তর➠ 🅑 আইভ্যান প্যাভলভ
12. স্নায়ুকোশের দীর্ঘ প্রবর্তককে কী বলে?
🅐 কোশদেহ
🅑 অ্যাক্সন
🅒 ডেনড্রন
🅓 সবকটি
উত্তর➠ 🅑 অ্যাক্সন
➥ স্নায়ুকোশের ক্ষুদ্র প্রবর্ধক হল ডেনড্রন।
13. মায়েলিন আবরণী কোথায় দেখা যায়?
🅐 সকল নিউরোনের অ্যাক্সনে
🅑 কোনো কোনো নিউরোনের ডেনড্রনে
🅒 সকল নিউরোনের অ্যাক্সনে ও ডেনড্রনে
🅓 কোনো কোনো নিউরোনের অ্যাক্সনে
উত্তর➠ 🅓 কোনো কোনো নিউরোনের অ্যাক্সনে
14. নীচের কোনটি নিউরোট্রান্সমিটার?
🅐 নিউরোহিউমর
🅑 অ্যাসিটাইল কোলিন
🅒 ভেসোপ্রেসিন
🅓 থাইরক্সিন
উত্তর➠ 🅑 অ্যাসিটাইল কোলিন
➥ নিউরোট্রান্সমিটার সাইন্যাপস অঞ্চলে থাকে।
15. স্নায়ুকোশের কোন অংশকে নিউরোসাইটন বলে?
🅐 অ্যাক্সনকে
🅑 ডেনড্রনকে
🅒 কোশদেহকে
🅓 সমগ্র স্নায়ুকোশকে
উত্তর➠ 🅒 কোশদেহকে
16. সোয়ান কোশ কোথায় অবস্থিত?
🅐 নিউরোনের কোশদেহে
🅑 নিউরোনের অ্যাক্সনে
🅒 অ্যাক্সনের নিউরিলেমা ও মায়েলিন সিদের মাঝে
🅓 অ্যাক্সনের অ্যাক্সোলেমা ও মায়েলিন সিদের মাঝে
উত্তর➠ 🅒 অ্যাক্সনের নিউরিলেমা ও মায়েলিন সিদের মাঝে
17. একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হল —
🅐 অপটিক
🅑 অকিউলোমোটর
🅒 ভেগাস
🅓 অলফ্যাক্টরি
উত্তর➠ 🅑 অকিউলোমোটর
➥ একটি সংজ্ঞাবহ স্নায়ুর নাম হল অপটিক স্নায়ু।
18. CSF কোথায় থাকে?
🅐 মস্তিষ্ক গহ্বরে
🅑 প্লুরা গহ্বরে
🅒 পেরিকার্ডিয়াল গহ্বরে
🅓 অক্ষিকোটরে
উত্তর➠ 🅐 মস্তিষ্ক গহ্বরে
➥ CSF -এর পুরো নাম — সেরিব্রো স্পাইন্যাল ফ্লুইড। এটি মস্তিষ্কের নিলয় ও সুষুম্নাকান্ডের গহ্বরে থাকে।
19. করপাস ক্যালোসাম কোথায় থাকে?
🅐 গুরুমস্তিষ্ক
🅑 লঘুমস্তিষ্ক
🅒 সুষুম্নাশীর্ষক
🅓 সুষুম্নাকাণ্ড
উত্তর➠ 🅐 গুরুমস্তিষ্ক
20. বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় কোথায়?
🅐 স্ক্লেরা
🅑 কোরয়েড
🅒 রেটিনা
🅓 লেন্স
উত্তর➠ 🅒 রেটিনা
➥ রেটিনা বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। রেটিনায় রড কোশ মৃদু আলোক শোষণে এবং কোন কোশ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম।
21. রেটিনায় রড কোশের সংখ্যা কত?
🅐 11-12.5 কোটি
🅑 11-12.5 লক্ষ
🅒 10 কোটি
🅓 5 কোটি
উত্তর➠ 🅐 11-12.5 কোটি
➥ রেটিনায় কোন কোশের সংখ্যা 63-68 লক্ষ।
22. লাল-সবুজ বর্ণ দেখতে পায় না কোন প্রাণীরা?
🅐 মানুষ
🅑 কুকুর
🅒 বানর
🅓 পেঁচা
উত্তর➠ 🅑 কুকুর
➥ কুকুর লাল-সবুজ বর্ণ দেখতে পাই না, কারণ তাদের রেটিনায় কোন কোশের সংখ্যা কম থাকে।
23. মানুষের রেটিনার বর্ণগ্রাহক কোশের নাম কী?
🅐 রড কোশ
🅑 কোন কোশ
🅒 উভয় কোশ
🅓 কোনোটিই নয়
উত্তর➠ 🅑 কোন কোশ
24. মানুষের দৃষ্টি হল —
🅐 একনেত্র
🅑 দ্বিনেত্র
🅒 উভয়
🅓 কোনোটিই নয়
উত্তর➠ 🅑 দ্বিনেত্র
➥ যখন দুটি চোখ দিয়ে একসঙ্গে একই বস্তুর প্রতিবিম্ব দেখা যায়, তখন তাকে দ্বিনেত্র দৃষ্টি বলে। যেমন — মানুষ, বানর, বাঘ, বাজপাখি, পেঁচা ইত্যাদি।
25. ব্যাং এর দৃষ্টি হল —
🅐 একনেত্র
🅑 দ্বিনেত্র
🅒 উভয়
🅓 কোনোটিই নয়
উত্তর➠ 🅐 একনেত্র
➥ যখন দুটি চোখ দিয়ে একসঙ্গে দুটি আলাদা বস্তুর প্রতিবিম্ব দেখা যায়, তখন তাকে একনেত্র দৃষ্টি বলে। যেমন — গরু, ঘোড়া, ব্যাং ইত্যাদি।
Created by www.studyzoneinbengali.in