চলন ও গমন MCQ
প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা "Show Answer" বটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....
1. জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করাকে বলেㅡ
🅐 চলন
🅑 সঞ্চালন
🅒 গমন
🅓 চলন ও গমন
উত্তর➠ 🅒 গমন
জেনে রাখো: যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে দেহের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, তাকে গমন বলে।
2. ইউগ্লিনার গমন অঙ্গ হল ㅡ
🅐 সিলিয়া
🅑 ফ্ল্যাজেলা
🅒 ক্ষণপদ
🅓 কর্ষিকা
উত্তর➠ 🅑 ফ্ল্যাজেলা
জেনে রাখো: ইউগ্লিনার গমনকে ফ্ল্যাজেলীয় গমন বলে।
3. সিলিয়ারি গতি দেখা যায় ㅡ
🅐 প্যারামিসিয়ামে
🅑 অ্যামিবায়
🅒 ইউগ্লিনাতে
🅓 কেঁচোতে
উত্তর➠ 🅐 প্যারামিসিয়ামে
জেনে রাখো: সিলিয়ার আন্দোলনের সাহায্যে যে গমন তাকে সিলিয়ারি গমন বা সিলিয়ারি গতি বলে। যেমন ㅡ প্যারামিসিয়ামের গমন।
4. মায়োটোম পেশি গমনে সাহায্য করে কোন্ প্রাণীটিতে?
🅐 ব্যাং
🅑 সাপ
🅒 কেঁচো
🅓 মাছ
উত্তর➠ 🅓 মাছ
জেনে রাখো: মাছের গমনকে সন্তরণ বলে।
5. মাছেদের জলে স্থিরভাবে ভাসতে সাহায্য করে কোন্ পাখনা?
🅐 পৃষ্ঠ পাখনা
🅑 বক্ষ পাখনা ও শ্রোনি পাখনা
🅒 পুচ্ছ পাখনা ও শ্রোনি পাখনা
🅓 পুচ্ছ পাখনা
উত্তর➠ 🅑 বক্ষ পাখনা ও শ্রোনি পাখনা
6. পায়রার রেকট্রিসেসের সংখ্যা হল ㅡ
🅐 8 টি
🅑 12 টি
🅒 10 টি
🅓 6 টি
উত্তর➠ 🅑 12 টি
জেনে রাখো: পায়রার পুচ্ছ পালকগুলিকে রেকট্রিসেস বলে।
7. পায়রার ডানায় বড়ো পালকের (রেমিজেস) সংখ্যা কটি?
🅐 23 টি
🅑 11 টি
🅒 15 টি
🅓 10 টি
উত্তর➠ 🅐 23 টি
জেনে রাখো: পায়রার ডানার কিনারায় যে বড় পালক থাকে তাদের রেমিজেস বলে।
8. মানুষের পায়ের কাফ পেশিকে কী বলে?
🅐 ডেলটয়েড
🅑 বাইসেপস
🅒 ট্রাইসেপস
🅓 গ্যাস্ট্রকনেমিয়াস
উত্তর➠ 🅓 গ্যাস্ট্রকনেমিয়াস
9. মানুষের কোন্ পেশি সংকুচিত হলে পা উপরের দিকে উত্তোলিত হয়?
🅐 ট্রাইসেপস
🅑 বাইসেপস ফিমোরিস
🅒 এক্সটেনসর ডিজিটোরিয়াম
🅓 রোটেটর পেশি
উত্তর➠ 🅑 বাইসেপস ফিমোরিস
10. গমনের সময় মস্তিষ্কের কোন্ অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে?
🅐 থ্যালামাস
🅑 হাইপোথ্যালামাস
🅒 গুরুমস্তিষ্ক
🅓 লঘুমস্তিষ্ক
উত্তর➠ 🅓 লঘুমস্তিষ্ক
11. মানুষের গমনের সময় কানের কোন্ অংশ ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে?
🅐 কঙ্কাল পেশি
🅑 অর্ধচন্দ্রাকার নালি
🅒 অস্থিত্রয়
🅓 লঘু মস্তিষ্ক
উত্তর➠ 🅑 অর্ধচন্দ্রাকার নালি
12. সচল অস্থিসন্ধির সংযোগস্থলে কী রস থাকে?
🅐 সাইনোভিয়াল তরল
🅑 অ্যাকুয়াস তরল
🅒 মস্তিষ্ক ও সুষুম্নারস
🅓 ভিট্রিয়াস তরল
উত্তর➠ 🅐 সাইনোভিয়াল তরল
জেনে রাখো: সচল সন্ধির উদাহরণ: বল ও সকেট সন্ধি, যেমন ㅡ ঊরু সন্ধি।
13. পেশির অবসাদ দেখা যায় নীচের কোনটি জমা হওয়ার ফলে?
🅐 কার্বন ডাই অক্সাইড
🅑 গ্লাইকোডেজ
🅒 ল্যাকটিক অ্যাসিড
🅓 ফসফেট
উত্তর➠ 🅒 ল্যাকটিক অ্যাসিড
14. মানবদেহে কতগুলি কশেরুকা দেখা যায়?
🅐 32 টি
🅑 33 টি
🅒 34 টি
🅓 68 টি
উত্তর➠ 🅑 33 টি
15. কব্জা সন্ধির উদাহরণ হল ㅡ
🅐 হাঁটু সন্ধি
🅑 হিপ সন্ধি
🅒 স্কন্ধ সন্ধি
🅓 বল ও সকেট সন্ধি
উত্তর➠ 🅐 হাঁটু সন্ধি
জেনে রাখো: একটি অস্থির গোল প্রান্ত যখন অপর একটি অস্থির অর্ধগোলাকার অবতল অঙ্গে যুক্ত থাকে, তখন তাকে কব্জা সন্ধি বলে। হাঁটু সন্ধি ও কনুই সন্ধি (নি-জয়েন্ট, এলবো জয়েন্ট) এই প্রকারের সন্ধি।
16. বল ও সকেট সন্ধির উদাহরণ হল ㅡ
🅐 কনুই সন্ধি
🅑 করোটির অস্থি সন্ধি
🅒 ঊরু সন্ধি
🅓 পিভট সন্ধি
উত্তর➠ 🅒 ঊরু সন্ধি
জেনে রাখো: যে অস্থিসন্ধিতে একটি অস্থির গোলাকার অংশ (বল) আর একটি অস্থির সকেটের সঙ্গে সংযুক্ত থাকে তাকে বল ও সকেট সন্ধি বলে। যেমন ㅡ হিপ জয়েন্ট বা ঊরু সন্ধি এবং সোল্ডার জয়েন্ট বা স্কন্ধ সন্ধি।
17. হাতের বাইসেপ পেশি হল ㅡ
🅐 এক্সটেনসর পেশি
🅑 ফ্লেক্সর পেশি
🅒 অ্যাডাক্টর পেশি
🅓 অ্যাবডাক্টর পেশি
উত্তর➠ 🅑 ফ্লেক্সর পেশি
জেনে রাখো: যে প্রক্রিয়ায় দুটি অস্থি ভাঁজ হয়ে কাছাকাছি আসে তাকে ফ্লেক্সন বলে। যে পেশি এই প্রক্রিয়ায় সাহায্য করে তাকে ফ্লেক্সর পেশি বলে। যেমন ㅡ বাইসেপস পেশি, কনুই সন্ধিকে ভাঁজ হতে সাহায্য করে।
18. এক্সটেনসর পেশির উদাহরণ হল ㅡ
🅐 ট্রাইসেপস
🅑 বাইসেপস
🅒 গ্যাসট্রকনেমিয়াস
🅓 পেক্টোরালিস
উত্তর➠ 🅐 ট্রাইসেপস
জেনে রাখো: যে প্রক্রিয়ায় সন্ধিস্থল প্রসারিত হয় অর্থাৎ ভাঁজ করা অঙ্গকে দূরে সরে যেতে সাহায্য করে, তাকে এক্সটেনশন বলে। যে পেশি এই প্রক্রিয়ায় সাহায্য করে তাকে এক্সটেনসর পেশি বলে। যেমন ㅡ ট্রাইসেপস পেশি সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা হয়।
19. ডেলটয়েড পেশি হল ㅡ
🅐 রোটেটর পেশি
🅑 অ্যাবডাক্টর পেশি
🅒 ফ্লেক্সর পেশি
🅓 এক্সটেনসর পেশি
উত্তর➠ 🅑 অ্যাবডাক্টর পেশি
জেনে রাখো: যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহাংশ থেকে দূরে সরে যায় তাকে অ্যাবডাকসন বলে। এই কাজে যে পেশি অংশ নেয় তাকে অ্যাবডাক্টর পেশি বলে। যেমন - ডেলটয়েড পেশি হাতকে দেহঅক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে।
20. দেহের কোনো অংশ আবর্তিত হয় যে প্রক্রিয়ায় তাকে বলেㅡ
🅐 রোটেশন
🅑 অ্যাডাকশন
🅒 অ্যাবডাকশন
🅓 ফ্লেক্সন
উত্তর➠ 🅐 রোটেশন
21. কোনটি রোটেটর পেশি ?
🅐 মায়োটোম পেশি
🅑 ফ্লেক্সর পেশি
🅒 ডেলটয়েড পেশি
🅓 পাইরিফরমিস পেশি
উত্তর➠ 🅓 পাইরিফরমিস পেশি
জেনে রাখো: যে প্রক্রিয়ায় দেহের কোনো অংশ আবর্তিত হয় তাকে রোটেশন বলে। যে পেশি এই প্রক্রিয়ায় সাহায্য করে তাকে রোটেটর পেশি বলে। যেমন - পাইরিফরমিস পেশি ফিমারকে আবর্তিত হতে সাহায্য করে।
22. পাখির কোন্ অঙ্গ ডানায় রূপান্তরিত?
🅐 অগ্রপদ
🅑 পশ্চাত্পদ
🅒 পালক
🅓 কোনোটিই নয়
উত্তর➠ 🅐 অগ্রপদ
23. অস্থি সন্ধি কত প্রকারের ?
🅐 দুই প্রকার
🅑 তিন প্রকার
🅒 চার প্রকার
🅓 ছয় প্রকার
উত্তর➠ 🅐 দুই প্রকার
জেনে রাখো: অস্থি সন্ধি প্রধানত দুপ্রকারের, যথা ㅡ অচল সন্ধি ও সচল সন্ধি।
24. তেঁতুল পাতার পত্রকগুলি প্রখর আলো ও অধিক উষ্ণতায় খুলে যায় এবং কম আলো ও কম তাপে মুদে যায়, এটি কি প্রকারের চলন?
🅐 ফোটোন্যাস্টিক
🅑 ফোটোট্রপিক
🅒 নিকোটিন্যাস্টিক
🅓 সিসমোন্যাস্টিক
উত্তর➠ 🅒 নিকোটিন্যাস্টিক
জেনে রাখো: উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো ও উষ্ণতা উভয়ের প্রভাবে ঘটে, তখন তাকে নিকটিন্যাস্টিক চলন বলে।
25. টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে এবং কম তাপে মুদে যায়, এটি কি ধরনের চলন?
🅐 ফোটোট্রপিক
🅑 ফোটোট্যাকটিক
🅒 ফোটোনাস্টিক
🅓 থার্মোন্যাস্টিক
উত্তর➠ 🅓 থার্মোন্যাস্টিক
জেনে রাখো: উদ্ভিদ অঙ্গের চলন যখন উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে থার্মোন্যাস্টিক বা তাপ ব্যাপ্তি চলন বলে।
This MCQ Created by www.studyzoneinbengali.in
এই টপিকটির প্রথম পর্ব ↓
➧ চলন ও গমন টপিকটি থেকে Important 25 টি MCQ প্রশ্ন ও উত্তর | পর্ব-১ | জীবনবিজ্ঞান
আরও পড়ুন: