চলন ও গমন টপিকটি থেকে বাছাই করা 25 টি Important MCQ প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে চলন ও গমন mcq (Movement and Locomotion) টপিকটিতে Important 25 টি প্রশ্নকে উত্তরসহ সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে।
 চলন ও গমন mcq প্রশ্ন উত্তরগুলি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

চলন ও গমন, চলন ও গমন mcq, চলন ও গমন mcq pdf, চলন ও গমন pdf, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান চলন ও গমন, চলন ও গমন প্রশ্ন, cholon o gomon, studyzoneinbengali, study zone in bengali

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ):

প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা "Show Answer" বটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....

1. নীচের কোন্ উদ্ভিদে গমন দেখা যায়?

    🅐 ইউগ্লিনা

    🅑 প্যারামিসিয়াম

    🅒 ক্ল্যামাইডোমোনাস

    🅓 স্পঞ্জ

উত্তর➠ 🅒 ক্ল্যামাইডোমোনাস

 গমনে সক্ষম উদ্ভিদ গুলি হল ㅡ ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম।

2. নীচের কোন্ প্রাণটি গমনে অক্ষম?

    🅐 চিংড়ি

    🅑 সাগরকুসুম

    🅒 কেন্নো

    🅓 কেঁচো

উত্তর➠ 🅑 সাগরকুসুম

গমনে অক্ষম প্রাণী গুলি হল ㅡ স্পঞ্জ, প্রবাল, সাগরকুসুম।

3. লজ্জাবতী লতা স্পর্শ করলে পত্রকগুলি নুয়ে যায়, এটি কি ধরনের চলন?

    🅐 ন্যাস্টিক

    🅑 সিসমোন্যাস্টিক

    🅒 ট্রপিক

    🅓 ট্যাকটিক

উত্তর➠ 🅑 সিসমোন্যাস্টিক

 স্পর্শ, ঘর্ষণ বা আঘাতের ফলে যে ন্যাস্টিক চলন হয় তাকে সিসমোন্যাস্টিক চলন বলে।

4. বনচাঁড়ালের পাতায় পার্শ্বফলক দুটি রসস্ফীতির তারতম্যের জন্য ওঠানামা করে, এটি কী ধরনের চলন?

    🅐 স্বতঃস্ফূর্ত চলন

    🅑 প্রবাহ গতি

    🅒 প্রকরণ

    🅓 বক্রচলন

উত্তর➠ 🅒 প্রকরণ

 বনচাঁড়াল উদ্ভিদের পরিণত কোশের রসস্ফীতির হ্রাস ও বৃদ্ধির ফলে বনচাঁড়াল উদ্ভিদের তিনটি ফলকের দুই পাশের ফলক দুটি পর্যায়ক্রমে ওঠানামা করতে থাকে। একে প্রকরণ চলন বলে।

5. উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যখন সমগ্র দেহের স্থান পরিবর্তন ঘটে তখন তাকে কী বলে?

    🅐 ট্রপিক চলন

    🅑 ন্যাস্টিক চলন

    🅒 ট্যাকটিক চলন

    🅓 প্রকরণ চলন

উত্তর➠ 🅒 ট্যাকটিক চলন

 বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলে।

6. যে পেশি মাছের গমনে সাহায্য করে তা হল?

    🅐 ফ্লেক্সর পেশি

    🅑 এক্সটেনসর পেশি

    🅒 মায়োটোম পেশি

    🅓 অ্যাবডাক্টর পেশি

উত্তর➠ 🅒 মায়োটোম পেশি

 মায়োটোম পেশি 'V' আকৃতির পেশি, যা মেরুদন্ডের দুপাশে অবস্থিত। এই পেশির সংকোচন-প্রসারনের ফলে মাছের মেরুদন্ড পর্যায়ক্রমে দুপাশে আন্দোলিত হয়। ফলে মাছ সামনের দিকে দ্রুত এগিয়ে যেতে পারে।

7. মাছের কোন্ পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে?

    🅐 পৃষ্ঠ পাখনা

    🅑 বক্ষ পাখনা

    🅒 শ্রোনি পাখনা

    🅓 পুচ্ছ পাখনা

উত্তর➠ 🅓 পুচ্ছ পাখনা

8. নীচের কোনটি মাছের জোড় পাখনা?

    🅐 পৃষ্ঠ পাখনা

    🅑 পায়ু পাখনা

    🅒 বক্ষ পাখনা

    🅓 পুচ্ছ পাখনা

উত্তর➠ 🅒 বক্ষ পাখনা

 মাছের জোড় পাখনাগুলি হল ㅡ বক্ষ পাখনা ও শ্রোনি পাখনা।

মাছের বিজোড় পাখনাগুলি হল ㅡ পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা ও পুচ্ছ পাখনা।

9. মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে কোন্ অঙ্গ?

    🅐 পেশি

    🅑 পাখনা

    🅒 পটকা

    🅓 লঘুমস্তিষ্ক

উত্তর➠ 🅒 পটকা

10. মাছের পাখনার সংখ্যা কটি ?

    🅐 7 টি

    🅑 9 টি

    🅒 5 টি

    🅓 7 জোড়া

উত্তর➠ 🅐 7 টি

মাছের একজোড়া বক্ষ পাখনা, একজোড়া শ্রোনি পাখনা, একটি পৃষ্ঠ পাখনা, একটি পায়ু পাখনা ও একটি পুচ্ছ পাখনা থাকে।

11. জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে বলে ㅡ

    🅐 উত্তেজিতা

    🅑 সংবেদনশীলতা

    🅒 সারকুলেশন

    🅓 উদ্দীপনা

উত্তর➠ 🅑 সংবেদনশীলতা

12. উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে কি বলে?

    🅐 উদ্দীপনা

    🅑 সংবেদনশীলতা

    🅒 উত্তেজিতা

    🅓 সহনশীলতা

উত্তর➠ 🅒 উত্তেজিতা

13. জীবের একই স্থানে আবদ্ধ থেকে অঙ্গ সঞ্চালনকে বলে?

    🅐 চলন

    🅑 গমন

    🅒 স্থান পরিবর্তন

    🅓 অ্যামিবয়েড গমন

উত্তর➠ 🅐 চলন

যে প্রক্রিয়ায় জীব এক জায়গায় স্থির থেকে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে দেহের কোনো অংশ বা অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালন করে, তাকে চলন বা সঞ্চালন বলে।

14. রোটেশন বা প্রবাহগতি দেখা যায় ―

    🅐 কান্ডের রোমে

    🅑 মূলরোমে

    🅒 পাতাশ্যাওলা পাতার কোশে

    🅓 লজ্জাবতীর পাতায়

উত্তর➠ 🅒 পাতাশ্যাওলা পাতার কোশে

কোষের প্রোটোপ্লাজমে  দু-ধরনের চলন দেখা যায়। যেমন ㅡ রোটেশন বা প্রবাহ গতি এবং সারকুলেশন বা আবর্তন গতি।

15. সারকুলেশন বা আবর্তনগতি দেখা যায় ㅡ

    🅐 পাতাশ্যাওলা পাতার কোশে

    🅑 কুমড়ো গাছের কান্ডের রোমে

    🅒 মূলরোমে

    🅓 প্রোটোপ্লাজমে

উত্তর➠ 🅑 কুমড়ো গাছের কান্ডের রোমে

16. উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন্ দিকে হয়?

    🅐 আলোর দিকে

    🅑 অভিকর্ষের অনুকূলে

    🅒 অভিকর্ষের প্রতিকূলে

    🅓 জলের প্রতিকূলে

উত্তর➠  🅑 অভিকর্ষের অনুকূলে

17. উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোকের উৎসের দিকে হয় তখন তাকে কি চলন বলে?

    🅐 ট্যাকটিক

    🅑 ট্রাপিক

    🅒 ন্যাস্টিক

    🅓 ফোটোট্রপিক

উত্তর➠ 🅓 ফোটোট্রপিক

ফোটোট্রপিক চলনের উদাহরণ হল ㅡ উদ্ভিদের বিটপ অংশ আলোর দিকে অগ্রসর হয়।

18. উদ্ভিদের কোন অঙ্গের চলন জলের অনুকূলে ঘটে?

    🅐 কান্ড

    🅑 মূল

    🅒 পাতা

    🅓 আকর্ষ

উত্তর➠ 🅑 মূল

19. উদ্ভিদের আলোকবর্তী চলন নিয়ন্ত্রণে অংশ নেয় কোন  হরমোন?

    🅐 অক্সিন

    🅑 জিব্বেরেলিন

    🅒 কাইনিন

    🅓 2,4-D

উত্তর➠ 🅐 অক্সিন

20. সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে, এটি কী প্রকারের চলন?

    🅐 ফোটোট্রপিক

    🅑 ফোটোন্যাস্টিক

    🅒 থার্মোন্যাস্টিক

    🅓 নিকোটিন্যাস্টিক

উত্তর➠ 🅑 ফোটোন্যাস্টিক

আলোর তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন হয়, তাকে ফোটোন্যাস্টিক চলন বলে।

উদাহরণ : পদ্মফুল, সূর্যমুখী ফুল, জুঁইফুল প্রভৃতি তীব্র আলোকে ফোটে আবার কম আলোকে মুদে যায়।

21. জুঁইফুল কম আলোকে ফোটে এবং বেশি আলোকে মুদে যায়, এটি কী প্রকারের চলন?

    🅐 থার্মোন্যাস্টিক

    🅑 ফোটোন্যাস্টিক

    🅒 ফোটোট্রপিক

    🅓 নিকোটিন্যাস্টিক

উত্তর➠ 🅑 ফোটোন্যাস্টিক

22. নীচের কোনটি কেমোন্যাস্টিক চলনের উদাহরণ?

    🅐 পদ্মফুল উজ্জ্বল আলোকে ফোটে এবং কম আলোকে মুদে যায়

    🅑 টিউলিপ ফুল আলো ও তাপের প্রভাবে ফোটে

    🅒 স্পর্শের প্রভাবে লজ্জাবতী পাতার পত্রকগুলি মুদে যায়

    🅓 সূর্যশিশির পতঙ্গের সংস্পর্শে এলে রোমগুলি বেঁকে পতঙ্গ ধরে

উত্তর➠ 🅓 সূর্যশিশির পতঙ্গের সংস্পর্শে এলে রোমগুলি বেঁকে পতঙ্গ ধরে

কোনো রাসায়নিক পদার্থের (প্রোটিন) সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের যে চলন হয়, তাকে কেমোন্যাস্টিক বা রসায়ন ব্যাপ্তি চলন বলে।

23. প্রাণীদের গমনের একটি প্রধান উদ্দেশ্য হলㅡ

    🅐 খাদ্য অন্বেষণ করা

    🅑 আত্মরক্ষা করা

    🅒 বংশবিস্তার করা

    🅓 বাসস্থান নির্মাণ করা

উত্তর➠ 🅐 খাদ্য অন্বেষণ করা

24. অ্যামিবার গমন অঙ্গ হল ㅡ

    🅐 ক্ষণপদ

    🅑 সিলিয়া

    🅒 ফ্লাজেলা

    🅓 কর্ষিকা

উত্তর➠ 🅐 ক্ষণপদ

 অ্যামিবার গমনকে অ্যামিবয়েড গমন বা অ্যামিবয়েড গতি বলে।

25. প্যারামিসিয়ামের গমন অঙ্গ হল ㅡ

    🅐 ক্ষণপদ

    🅑 সিলিয়া

    🅒 ফ্লাজেলা

    🅓 কর্ষিকা

উত্তর➠ 🅑 সিলিয়া

 প্যারামেসিয়ামের গমনকে সিলিয়ারি গমন বা সিলিয়ারি গতি বলে।

Source: Study Zone In Bengali

এই টপিকটির দ্বিতীয় পর্ব ↓


আরও পড়ুন:


বন্ধুদের শেয়ার করুন
⬇️⬇️⬇️
Previous Post Next Post

نموذج الاتصال