হরমোন MCQ প্রশ্ন উত্তর
হরমোন MCQ প্রশ্ন উত্তর
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ)
প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা "Show Answer" বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....
1. মস্তিষ্কের মূলদেশে কোন গ্রন্থিটি অবস্থিত?
🅐 পিটুইটারি
🅑 হাইপোথ্যালামাস
🅒 পিনিয়াল বডি
🅓 কোনোটিই নয়
উত্তর➠ 🅐 পিটুইটারি
➥ পিটুইটারি নিঃসৃত হরমোনগুলি দেহের অন্যান্য অনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে পিটুইটারিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়।
2. ইনসুলিন হরমোন ক্ষরণকারী গ্রন্থি হল —
🅐 পিটুইটারি
🅑 থাইরয়েড
🅒 অগ্ন্যাশয়
🅓 অ্যাড্রেনাল
উত্তর➠ 🅒 অগ্ন্যাশয়
➥ অগ্ন্যাশয় সনাল ও অনাল উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত হওয়ায় একে মিশ্র গ্রন্থি বলা হয়।
3. নীচের কোনটি লোকাল হরমোন?
🅐 ইস্ট্রোজেন
🅑 থাইরক্সিন
🅒 টেস্টোস্টেরন
🅓 অ্যালডোস্টেরন
উত্তর➠ 🅒 টেস্টোস্টেরন
➥ যে হরমোন উৎসস্থল বা উৎস গ্রন্থিতে ক্রিয়া করে তাকে লোকাল হরমোন বা স্থানীয় হরমোন বলে। উদাহরণ - টেস্টোস্টেরন, হিস্টামিন, গ্যাসট্রিন, সিক্রেটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্রাডিকাইনিন ইত্যাদি।
4. শুক্রাশয় হল একটি —
🅐 মিশ্র গ্রন্থি
🅑 বহিঃক্ষরা গ্রন্থি
🅒 অন্তঃক্ষরা গ্রন্থি
🅓 কোনোটিই নয়
উত্তর➠ 🅐 মিশ্র গ্রন্থি
➥ যে গ্রন্থি বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত তাকে মিশ্র গ্রন্থি বলা হয়। যেমন - অগ্ন্যাশয়, শুক্রাশয়।
5. গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে কোন হরমোন?
🅐 ইস্ট্রোজেন
🅑 প্রোজেস্টেরন
🅒 প্রোল্যাকাটিন
🅓 GS
উত্তর➠ 🅑 প্রোজেস্টেরন
6. নীচের কোন গ্রন্থি থেকে ACTH নিঃসৃত হয়?
🅐 অগ্ন্যাশয়
🅑 অ্যাড্রেনাল গ্রন্থি
🅒 থাইরয়েড গ্রন্থি
🅓 পিটুইটারি
উত্তর➠ 🅓 পিটুইটারি
➥ ACTH -এর পুরো নাম - অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। এটি পিটুইটারির অগ্রভাগ থেকে নিঃসৃত হয়। এটি অ্যাড্রিনাল গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। ACTH এর অধিক ক্ষরণের ফলে কুশিং বর্ণিত রোগ হয়।
7. নীচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না?
🅐 ইনসুলিন
🅑 অ্যাড্রেনালিন
🅒 থাইরক্সিন
🅓 পেপসিন
উত্তর➠ 🅓 পেপসিন
8. নিম্নলিখিত কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে TSH নিঃসৃত হয়?
🅐 পিটুইটারি
🅑 অগ্ন্যাশয়
🅒 শুক্রাশয়
🅓 অ্যাড্রেনাল
উত্তর➠ 🅐 পিটুইটারি
➥ TSH -এর পুরো নাম - থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটি পিটুইটারির অগ্রভাগ থেকে নিঃসৃত হয়। TSH থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
9. নিম্নলিখিত কোন হরমোন কম নিঃসৃত হলে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়?
🅐 ACTH
🅑 STH
🅒 ADH
🅓 GH
উত্তর➠ 🅒 ADH
➥ ADH -এর পুরো নাম - অ্যান্টি-ডাই-ইউরেটিক হরমোন বা ভেসোপ্রোসিন। এটি পিটুইটারির পশ্চাৎভাগ থেকে নিঃসৃত হয়। ADH এর কম ক্ষরণের ফলে রক্তচাপ কমে যায়। শর্করা বিহীন বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস হয়।
10. কোন হরমোনের কম ক্ষরনে বামনত্ব রোগ হয়?
🅐 থাইরক্সিন
🅑 গ্রোথ হরমোন
🅒 TSH
🅓 ACTH
উত্তর➠ 🅑 গ্রোথ হরমোন
➥ গ্রোথ হরমোন পিটুইটারির অগ্রভাগ থেকে নিঃসৃত হয়। এটি সোমাটোট্রফিক হরমোন (STH) বা বৃদ্ধিপোষক হরমোন নামেও পরিচিত। এই হরমোনের কম ক্ষরনে বামনত্ব বা ডোয়ারফিজম এবং অধিক ক্ষরণে অতিকায়ত্ব বা জাইগ্যানটিজম বা অ্যাক্রোমেগালি রোগ হয়।
11. গলগণ্ড বা গয়টার রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরণে?
🅐 ইনসুলিন
🅑 থাইরক্সিন
🅒 STH
🅓 অ্যাড্রিনালিন
উত্তর➠ 🅑 থাইরক্সিন
➥ থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। থাইরক্সিনের কম ক্ষরণের ফলে শিশুদের ক্রেটিনিজম এবং বড়োদের মিক্সিডিমা রোগ হয়। থাইরক্সিনের বেশি ক্ষরণের ফলে গলগন্ড বা গয়টার রোগ হয়।
12. কোন হরমোনের অধিক ক্ষরনে অ্যাক্রোমেগালি রোগ হয়?
🅐 ACTH
🅑 TSH
🅒 STH
🅓 FSH
উত্তর➠ 🅒 STH
➥ STH -এর পুরো নাম - সোমাটোট্রফিক হরমোন। এটি পিটুইটারি অগ্রভাগ থেকে নিঃসৃত হয়। এর অধিক ক্ষরণে অতিকায়ত্ব বা জাইগ্যানটিজম বা অ্যাক্রোমেগালি রোগ হয়।
13. তারারন্ধকে বিস্ফারিত করে কোন হরমোন?
🅐 অ্যাড্রেনালিন
🅑 নন-অ্যাড্রেনালিন
🅒 ইনসুলিন
🅓 থাইরক্সিন
উত্তর➠ 🅐 অ্যাড্রেনালিন
14. নীচের কোনটি নালীবিহীন গ্রন্থি?
🅐 বৃক্ক
🅑 ঘর্মগ্রন্থি
🅒 লালাগ্রন্থি
🅓 থাইরয়েড গ্রন্থি
উত্তর➠ 🅓 থাইরয়েড গ্রন্থি
15. হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে?
🅐 ADH
🅑 TSH
🅒 STH
🅓 থাইরক্সিন
উত্তর➠ 🅐 ADH
16. নীচের কোনটি স্টেরয়েড হরমোন নয়?
🅐 ইস্ট্রোজেন
🅑 প্রোজেস্টেরন
🅒 টেস্টোস্টেরন
🅓 STH
উত্তর➠ 🅓 STH
➥ স্টেরয়েড হল প্রাণীদেহে স্বাভাবিকভাবে উৎপন্ন একপ্রকার জৈব যৌগ। যা মূলত স্ট্রেস দূর করতে এবং বয়ঃসন্ধির সময় শারীরিক গঠন তৈরিতে কাজে লাগে।
স্টেরয়েড হরমোনগুলি হল - ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন।
17. অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় অবস্থিত?
🅐 গ্রীবাদেশে
🅑 বৃক্কের উপরে
🅒 মস্তিষ্কে
🅓 অগ্ন্যাশয়ে
উত্তর➠ 🅑 বৃক্কের উপরে
18. নীচের কোনটি কৃত্রিম অক্সিন?
🅐 থাইরক্সিন
🅑 কাইনিন
🅒 NAA
🅓 GA
উত্তর➠ 🅒 NAA
➥ শাখা কলমের শিকড় গজানোর জন্য কৃত্রিম NAA হরমোন প্রয়োগ করা হয়।
19. উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল?
🅐 ফল
🅑 মূল
🅒 কান্ড
🅓 পাতা
উত্তর➠ 🅑 মূল
20. পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন?
🅐 অক্সিন
🅑 জিব্বেরেলিন
🅒 কাইনিন
🅓 ইথিলিন
উত্তর➠ 🅒 কাইনিন
21. কোন কৃত্রিম হরমোন আগাছা দমনে ব্যবহার করা হয়?
🅐 NAA
🅑 GA
🅒 2,4-D
🅓 IAA
উত্তর➠ 🅒 2,4-D
22. উদ্ভিদের জরা রোধ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন?
🅐 সাইটোকাইনিন
🅑 জিব্বেরেলিন
🅒 কৃত্রিম অক্সিন
🅓 কৃত্তিম জিব্বেরেলিন
উত্তর➠ 🅐 সাইটোকাইনিন
23. অপরিণত ফলের মোচন রোধ করার জন্য কোন হরমোন স্প্রে করা হয়?
🅐 2,4-D (কৃত্রিম অক্সিন)
🅑 কৃত্রিম জিব্বেরেলিন
🅒 সব রকম কৃত্রিম হরমোন
🅓 পিটুইটারি নির্যাস
উত্তর➠ 🅐 2,4-D (কৃত্রিম অক্সিন)
➥ আম গাছের মুকুল আসার পর কৃত্রিম অক্সিন প্রয়োগ করলে অপরিণত ফলের মোচন (ঝরে পড়া) রোধ করা যায়।
24. বীজহীন ফল উৎপাদনের জন্য কোন প্রকার কৃত্রিম হরমোন ব্যবহার করা হয়?
🅐 কৃত্রিম অক্সিন IBA
🅑 কৃত্রিম জিব্বেরেলিন
🅒 2,4-D (কৃত্রিম অক্সিন)
🅓 ইথিলিন
উত্তর➠ 🅐 কৃত্রিম অক্সিন IBA
➥ নিষেকের পূর্বেই অর্থাৎ পরাগযোগ ও নিষেক ছাড়াই ডিম্বাশয়ে কৃত্রিম অক্সিন (IBA, IAA) প্রয়োগ করে বীজবিহীন এবং আয়তনে বড়ো ফল উৎপাদন করা হয়। এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। এই সব ফলের মধ্যে পেঁপে, পেয়ারা, খেজুর, টম্যাটো, কলা ইত্যাদি উল্লেখযোগ্য।
25. একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ হল —
🅐 অক্সিন
🅑 জিব্বেরেলিন
🅒 সাইটোকাইনিন
🅓 কোনোটিই নয়
উত্তর➠ 🅑 জিব্বেরেলিন
Created by www.studyzoneinbengali.in
আরও দেখে নাও: