হরমোন টপিকটি থেকে 25 টি Important প্রশ্ন ও উত্তর | জীবন বিজ্ঞান

হরমোন MCQ

রমোন (Hormone) অধ্যায়টি স্কুল-কলেজ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আজ হরমোন অধ্যায়টি থেকে (প্রাণী হরমোনউদ্ভিদ হরমোন) গুরুত্বপূর্ণ ২৫ টি MCQ প্রশ্ন ও সাথে উত্তর দেওয়া হয়েছে। হরমোন MCQ (Hormone MCQ in Bengali) প্রশ্ন উত্তরগুলি তোমাদের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
জীবন বিজ্ঞান হরমোন mcq, প্রাণী হরমোন থেকে প্রশ্ন, উদ্ভিদ হরমোন প্রশ্ন, প্রাণী হরমোন pdf, জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর mcq, হরমোন, প্রাণী হরমোন, উদ্ভিদ হরমোন, হরমোন কি কত প্রকার, বিজ্ঞান mcq, উদ্ভিদ হরমোন কয় প্রকার ও কি কি, study zone in bengali,

হরমোন MCQ

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) 

প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা "Show Answer" বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....

1. হরমোন প্রথম আবিষ্কার করেন —

   🅐 ডারউইন

   🅑 চাইলাখান

   🅒 বেলিস ও স্টারলিং

   🅓 হরগোবিন্দ খোরানা

উত্তর➠ 🅒 বেলিস ও স্টারলিং

 হরমোন প্রথম আবিষ্কার করেন বেলিস ও স্টারলিং (1905 খ্রিস্টাব্দে)।

হরমোন শব্দটি হরমাও (Hormao) নামক গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে।

2. প্রাণীদের রাসায়নিক সমন্বায়ক কাকে বলে?

   🅐 রক্ত-সংবহন তন্ত্র

   🅑 লসিকা সংবহনতন্ত্র

   🅒 স্নায়ুতন্ত্র

   🅓 হরমোন

উত্তর➠ 🅓 হরমোন

 হরমোন কথার অর্থ হল উত্তেজিত করা বা জাগ্রত করা।

3. একটি স্টেরয়েডধর্মী হরমোন হল 

   🅐 টেস্টোস্টেরন

   🅑 ইনসুলিন

   🅒 থাইরক্সিন

   🅓 অ্যাড্রিনালিন

উত্তর➠ 🅐 টেস্টোস্টেরন

 স্টেরয়েড হল প্রাণীদেহে স্বাভাবিকভাবে উৎপন্ন একপ্রকার জৈব যৌগ। যা মূলত স্ট্রেস দূর করতে এবং বয়ঃসন্ধির সময় শারীরিক গঠন তৈরিতে কাজে লাগে।

স্টেরয়েড হরমোনগুলি হল — ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন।

4. থাইরক্সিন কি প্রকৃতির হরমোন?

   🅐 প্রোটিনধর্মী

   🅑 লিপিডধর্মী

   🅒 অ্যামাইনোধর্মী

   🅓 স্টেরয়েডধর্মী

উত্তর➠ 🅒 অ্যামাইনোধর্মী

 থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়।

থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ হলে শিশুদের  ক্রেটিনিজম এবং প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা রোগ হয়। থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণের ফলে গয়টার বা গলগণ্ড রোগ হয়।

থাইরক্সিন ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে।

5. কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলে?

   🅐 অগ্ন্যাশয়

   🅑 পিটুইটারি

   🅒 থাইরয়েড

   🅓 অ্যাড্রেনাল

উত্তর➠ 🅑 পিটুইটারি

 পিটুইটারি নিঃসৃত হরমোনগুলি দেহের অন্যান্য অনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে পিটুইটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে।

6. কোন গ্রন্থিকে সুপ্রিম কমান্ডার বলে?

   🅐 হাইপোথ্যালামাস

   🅑 পিটুইটারি

   🅒 পিনিয়াল বডি

   🅓 থাইরয়েড

উত্তর➠ 🅐 হাইপোথ্যালামাস

 পিটুইটারি থেকে যে সমস্ত হরমোন ক্ষরিত হয়, সেই হরমোনগুলি মস্তিষ্কের হাইপোথ্যালামাসে তৈরি হয়ে সংবহনের মাধ্যমে পিটুইটারিতে আসে। এই হরমোনগুলি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাই হাইপোথ্যালমাসকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার বলে।

7. কোন গ্রন্থিকে মিশ্রগ্রন্থি বলে?

   🅐 অ্যাড্রেনাল

   🅑 প্যারাথাইরয়েড

   🅒 থাইরয়েড

   🅓 অগ্ন্যাশয়

উত্তর➠ 🅓 অগ্ন্যাশয়

 অগ্ন্যাশয় বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত হওয়ায় একে মিশ্রগ্রন্থি বলা হয়।

8. কোন হরমোনকে সংকটকালীন বা আপদকালীন হরমোন বলে?

   🅐 অক্সিন

   🅑 অ্যাড্রেনালিন

   🅒 থাইরক্সিন

   🅓 গ্লুকাগন

উত্তর➠ 🅑 অ্যাড্রেনালিন

 জরুরিকালীন অবস্থায় অ্যাড্রেনালিন সক্রিয় হয় এবং দেহকে জরুরি ব্যবস্থা নিতে সাহায্য করে। এই কারণে অ্যাড্রেনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলে।

9. ফিডব্যাক নিয়ন্ত্রনে অংশগ্রহণ করে কোন হরমোন?

   🅐 ADH

   🅑 ACTH

   🅒 TSH

   🅓 GH

উত্তর➠ 🅒 TSH

 TSH -এর পুরো নাম - থাইরয়েড স্টিমুলেটিং হরমোন

এটি পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে ক্ষরিত হয়। TSH থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন ক্ষরণে সাহায্য করে।

10. কোন হরমোনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলে?

   🅐 গ্লুকাগন

   🅑 অ্যাড্রেনালিন

   🅒 ADH

   🅓 ইনসুলিন

উত্তর➠ 🅓 ইনসুলিন

 ইনসুলিন অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস গ্রন্থির বিটা কোশ (β-cell) থেকে নিঃসৃত হয়।

ইনসুলিনের কম ক্ষরণের ফলে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়।

11. কোন হরমোনের অভাবে বহুমূত্র (ডায়াবেটিস ইনসিপিডাস) হয়?

   🅐 ADH

   🅑 GTH

   🅒 FSH

   🅓 ACTH

উত্তর➠ 🅐 ADH

 ADH -এর পুরো নাম — অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন।

এটি পিটুইটারির পশ্চাদভাগ থেকে নিঃসৃত হয়। এটি মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে। ADH -এর কম ক্ষরণের ফলে রক্তচাপ কমে যায় এবং শর্করাবিহীন বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস হয়।

12. শুক্রাশয় থেকে নিঃসৃত হয় কোন হরমোন?

   🅐 ইস্ট্রোজেন

   🅑 প্রোজেস্টেরন

   🅒 টেস্টোস্টেরন

   🅓 প্রোল্যাকাটিন

উত্তর➠ 🅒 টেস্টোস্টেরন

 টেস্টোস্টেরনের উৎস ও কাজ:

উৎস: শুক্রাশয়ের লেডিগ -এর আন্তরকোশে।

কাজ: (i) এই হরমোনের প্রভাবে পুরুষদের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে।

(ii) এই হরমোন পুরুষদের গৌণ যৌনলক্ষণের প্রকাশ ঘটায়।

(iii) এই হরমোন পুরুষদেহে BMR বৃদ্ধি করে এবং প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে।

13. ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় কোন কোন হরমোন?

   🅐 ইনসুলিন ও প্রোজেস্টেরন

   🅑 ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন

   🅒 টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরন

   🅓 ইনসুলিন ও ইস্ট্রোজেন

উত্তর➠ 🅑 ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন

 ইস্ট্রোজেনের উৎস ও কাজ:

উৎস: ডিম্বাশয়ের পরিণত গ্রাফিয়ান ফলিকল (ডিম্বথলি)।

কাজ: (i) বয়ঃসন্ধিকালে এই হরমোনের প্রভাবে স্ত্রীদেহে জনন অঙ্গের পরিবর্তন ঘটে। জরায়ুর আকার বৃদ্ধি পায়। স্তনগ্রন্থিতে মেদ সঞ্চারিত হয়ে স্তনগ্রন্থির আকার বৃদ্ধি পায়।

(ii) এই হরমোনের প্রভাবে স্ত্রীদেহে ঋতুচক্রের আবর্তন নিয়মিত হয়।

(iii) পশ্চাৎ পিটুইটারির অক্সিটোসিন হরমোনের সহায়তায় ইস্ট্রোজেন প্রসবের সূত্রপাত করে।

প্রোজেস্টেরনের উৎস ও কাজ: 

উৎস: ডিম্বাশয়ের করপাস লিউটিয়াম বা পীত গ্রন্থি।

কাজ: (i) এই হরমোন স্ত্রীদেহে অমরা গঠনে, এবং গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে।

(ii) এর প্রভাবে ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন বন্ধ হয় এবং গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ থাকে।

(iii) গর্ভাবস্থায় স্তনগ্রন্থির বৃদ্ধি এবং প্রসবকালে প্রসবপথের প্রসারণ ঘটায়।

14. মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কোন হরমোন?

   🅐 STH

   🅑 ACTH

   🅒 GTH

   🅓 LTH

উত্তর➠ 🅓 LTH

 LTH -এর পুরো নাম — লিউটোট্রফিক হরমোন।

এটি পিটুইটারির অগ্রভাগ থেকে নিঃসৃত হয়। LTH মাতৃদেহের স্তনগ্রন্থির বৃদ্ধি এবং স্তনদুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে।

15. স্ত্রীলোকদের স্তনগ্রন্থির বিকাশ ঘটায় কোন হরমোন?

   🅐 STH

   🅑 প্রোজেস্টেরন

   🅒 ইস্ট্রোজেন

   🅓 থাইরক্সিন

উত্তর➠ 🅑 প্রোজেস্টেরন

16. উদ্ভিদ হরমোনের প্রধান কাজ হল 

   🅐 কোশে কোশে রাসায়নিক সমন্বয় সাধন করা

   🅑 ফলের বিকাশ ঘটানো

   🅒 কান্ডের বৃদ্ধি ঘটানো

   🅓 ফুল ফোটানো

উত্তর➠ 🅐 কোশে কোশে রাসায়নিক সমন্বয় সাধন করা

17. ভ্রূণমুকুলাবরণীতে কোন উদ্ভিদ হরমোন পাওয়া যায়?

   🅐 অক্সিন

   🅑 জিব্বেরেলিন

   🅒 কাইনিন

   🅓 ইথিলিন

উত্তর➠ 🅐 অক্সিন

18. পেঁয়াজের ও মটরের মূলে সাইটোকাইনিন প্রয়োগ করলে দ্রুত কোশ বিভাজন ঘটে — কোন বিজ্ঞানী বলেছেন?

   🅐 ডারউইন

   🅑 জগদীশচন্দ্র বোস

   🅒 গুটম্যান

   🅓 বেলিস

উত্তর➠ 🅒 গুটম্যান

সাইটোকাইনিনের অপর নাম কাইনিন।

19. অগ্রস্থ প্রকটতা ঘটায় কোন হরমোন?

   🅐 অক্সিন

   🅑 জিব্বেরেলিন

   🅒 সাইটোকাইনিন

   🅓 ফ্লোরিজেন

উত্তর➠ 🅐 অক্সিন

 অক্সিনের উৎস ও কাজ: 

উৎস: অক্সিন উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায়, বিশেষ করে কাণ্ডের অগ্রভাগে, ভ্রূণমুকুলাবরণী, ভ্রূণ, কচিপাতা বা বর্ধনশীল পাতার কোশে উৎপন্ন হয়।

কাজ: (i) অগ্রস্থ প্রকটতা ঘটায়, (ii) ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, (iii) কোশবিভাজন ও কোশের আকার বৃদ্ধিতে সাহায্য করে, (iv) মূলের বৃদ্ধিতে সাহায্য করে, (v) ফলের বৃদ্ধি ঘটায় এবং বীজহীন ফল উৎপাদন করে।

20. উদ্ভিদের পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন?

   🅐 অক্সিন

   🅑 জিব্বেরেলিন

   🅒 কাইনিন

   🅓 ইথিলিন

উত্তর➠ 🅑 জিব্বেরেলিন

 জিব্বেরেলিনের উৎস ও কাজ: 

উৎস: জিব্বেরেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে, মুকুল, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, বর্ধিষ্ণু পাতায় সংশ্লেষিত হয়।

কাজ: (i) মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা, (ii) পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো, (iii) ফলের বৃদ্ধি ঘটানো।

21. নারকেলের তরল সস্যে (ডাবের জলে) কোন হরমোন পাওয়া যায়?

   🅐 ইথিলিন

   🅑 জিব্বেরেলিন

   🅒 অক্সিন

   🅓 সাইটোকাইনিন

উত্তর➠ 🅓 সাইটোকাইনিন

 সাইটোকাইনিনের উৎস ও কাজ: 

উৎস: সাইটোকাইনিন উদ্ভিদের ফল ও সস্যে সংশ্লেষিত হয়। নারকেলের তরল সস্যে (ডাবের জলে), টম্যাটোর রসে, ভুট্টার সস্যে অধিক পরিমাণে পাওয়া যায়।

কাজ: (i) কোষ বিভাজন ঘটানো, (ii) পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো, (iii) পত্রমোচন বিলম্বিত করা।

22. ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন?

   🅐 অক্সিন

   🅑 ফ্লোরিজেন

   🅒 ইথিলিন

   🅓 কাইনিন

উত্তর➠ 🅑 ফ্লোরিজেন

23. কোন গ্যাসীয় হরমোন ফল পাকানোর জন্য গুদামঘরে স্প্রে করা হয়?

   🅐 ইথিলিন

   🅑 অক্সিন

   🅒 কাইনিন

   🅓 ফ্লোরিজেন

উত্তর➠ 🅐 ইথিলিন

24. শাখা কলমে শিকড় গজানোর জন্য কোন কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়?

   🅐 কৃত্রিম ইথিলিন

   🅑 কৃত্রিম NAA

   🅒 কৃত্রিম GA

   🅓 কৃত্রিম ফ্লোরিজেন

উত্তর➠ 🅑 কৃত্রিম NAA

 গোলাপ, আম, পেয়ারা, লেবু প্রভৃতি উদ্ভিদের শাখা কলমে কৃত্রিম অক্সিন (IBA, NAA) প্রয়োগ করে তাড়াতাড়ি মূল উৎপন্ন করা হয়।

25. বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন?

   🅐 IAA

   🅑 কাইনিন

   🅒 সাইটোকাইনিন

   🅓 জিব্বেরেলিন

উত্তর➠ 🅐 IAA

 নিষেকের পূর্বেই অর্থাৎ পরাগযোগ ও নিষেক ছাড়াই ডিম্বাশয়ে কৃত্রিম অক্সিন (IBA, IAA) প্রয়োগ করে বীজবিহীন এবং আয়তনে বড়ো ফল উৎপাদন করা হয়। এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। এই সব ফলের মধ্যে পেঁপে, পেয়ারা, খেজুর, টম্যাটো, কলা ইত্যাদি উল্লেখযোগ্য।

Created by www.studyzoneinbengali.in

আরও দেখে নাও:

➢ হরমোন MCQ প্রশ্ন উত্তর (প্রাণী ও উদ্ভিদ হরমোন) [Part-02]

➢ বৃদ্ধি ও বিকাশ MCQ প্রশ্ন উত্তর

1 Comments

Previous Post Next Post

نموذج الاتصال