বৃদ্ধি ও বিকাশ টপিকটি থেকে Important 25 টি প্রশ্ন ও উত্তর | জীবনবিজ্ঞান

বৃদ্ধি ও বিকাশ MCQ প্রশ্ন উত্তর

জ জীবন বিজ্ঞানের বৃদ্ধি ও বিকাশ (Growth and Development) টপিকটি থেকে গুরুত্বপূর্ণ ২৫ টি MCQ প্রশ্ন ও সাথে উওর দেওয়া হয়েছে। বৃদ্ধি ও বিকাশ MCQ (Growth and Development MCQ in Bengali) প্রশ্ন উত্তরগুলি স্কুল-কলেজসহ তোমাদের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
বৃদ্ধি ও বিকাশ প্রশ্ন উত্তর, বৃদ্ধি ও বিকাশ mcq, বৃদ্ধি ও বিকাশ mcq pdf, বৃদ্ধি ও বিকাশ pdf, বৃদ্ধি ও বিকাশ প্রশ্নোত্তর, বৃদ্ধি ও বিকাশ বলতে কী বোঝো, বৃদ্ধি ও বিকাশ পার্থক্য, study zone in bengali, studyzoneinbengali
বৃদ্ধি ও বিকাশ MCQ প্রশ্ন উত্তর

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ)
প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা “Show Answerবাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....

1. সজীব বস্তুর শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে কী বলে?

   🅐 বিকাশ

   🅑 বৃদ্ধি

   🅒 জনন

   🅓 পরিণতি

উত্তর➠ 🅑 বৃদ্ধি

2. মানুষের বিকাশকে কয়টি দশায় ভাগ করা যায়?

   🅐 2 টি

   🅑 4 টি

   🅒 5 টি

   🅓 7 টি

উত্তর➠ 🅒 5 টি

 মানববিকাশের পাঁচটি দশা হল  সদ্যোজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা, বার্ধক্য

3. সদ্যজাত শিশুর ওজন হয় সাধারণত —

   🅐 2.5-3 kg

   🅑 1.5-2 kg

   🅒 3.5-5 kg

   🅓 1-2 kg

উত্তর➠ 🅐 2.5-3 kg

4. কোন্ সময় কালকে সদ্যোজাত দশা বলা হয়?

   🅐 0-1 বছর

   🅑 0-2 বছর

   🅒 0-3 বছর

   🅓 0-6 বছর

উত্তর➠ 🅒 0-3 বছর

5. কোন্ সময়কালকে শৈশবকাল বলা হয়?

   🅐 3-11 বছর

   🅑 6-12 বছর

   🅒 5-10 বছর

   🅓 6-18 বছর

উত্তর➠ 🅐 3-11 বছর

6. মানুষের বৃদ্ধির 12-20 বছর বয়স পর্যন্ত দশাকে বলে 

   🅐 শৈশবকাল

   🅑 বয়ঃসন্ধিকাল

   🅒 পরিণত দশা

   🅓 বার্ধক্য

উত্তর➠ 🅑 বয়ঃসন্ধিকাল

7. মানুষের পরিণত দশার সময়কাল হল 

   🅐 18-45 বছর

   🅑 20-45 বছর

   🅒 30-60 বছর

   🅓 20-60 বছর

উত্তর➠ 🅓 20-60 বছর

8. কত বছর বয়স থেকে মানুষের বার্ধক্য দশা শুরু হয়?

   🅐 50 বছর

   🅑 55 বছর

   🅒 60 বছর

   🅓 80 বছর

উত্তর➠ 🅒 60 বছর

9. হরমোনের প্রভাবে পুরুষ ও স্ত্রীলোকের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে যে দশায়, সেটি হল 

   🅐 শৈশব দশা

   🅑 বয়ঃসন্ধি দশা

   🅒 পরিণত দশা

   🅓 বার্ধক্য দশা

উত্তর➠ 🅑 বয়ঃসন্ধি দশা

10. কত বছরের পর মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস পায়?

   🅐 50 বছর

   🅑 60 বছর

   🅒 70 বছর

   🅓 80 বছর

উত্তর➠ 🅑 60 বছর

11. বৃদ্ধির কয়টি দশা?

   🅐 3 টি

   🅑 4 টি

   🅒 5 টি

   🅓 6 টি

উত্তর➠ 🅐 3 টি

 বৃদ্ধির দশাগুলি হল — (i) কোশ বিভাজন দশা, (ii) কোশের আকার বৃদ্ধি দশা, (iii) কোশীয় বিভেদন দশা।

12. মানুষের মুখ্য বৃদ্ধিকাল হল 

   🅐 কিশোর দশা

   🅑 বয়ঃসন্ধিকাল

   🅒 শৈশব দশা

   🅓 প্রাপ্তবয়স্ক কাল

উত্তর➠ 🅑 বয়ঃসন্ধিকাল

13. বয়ঃসন্ধিকালে কোন্ হরমোনের প্রভাবে পুরুষদের বৃদ্ধি ত্বরান্বিত হয়?

   🅐 ইস্ট্রোজেন

   🅑 টেস্টোস্টেরন

   🅒 থাইরক্সিন

   🅓 সবকটি

উত্তর➠ 🅑 টেস্টোস্টেরন

14. নারীদেহে বয়ঃসন্ধিকালে কোন্ হরমোনের প্রভাব উল্লেখযোগ্য?

   🅐 ইস্ট্রোজেন

   🅑 প্রোজেস্টেরন

   🅒 (A) ও (B) উভয়ই

   🅓 এর কোনোটিই নয়

উত্তর➠ 🅒 (A)(B) উভয়ই

15. ভ্রূণ মাতৃজঠরে কতদিন ধরে পরিণত হয়?

   🅐 180 দিন

   🅑 280 দিন

   🅒 300 দিন

   🅓 320 দিন

উত্তর➠ 🅑 280 দিন

16. ভ্রূণের বৃদ্ধিকে কী বলে?

   🅐 বৃদ্ধি

   🅑 বিকাশ

   🅒 বৃদ্ধি ও বিকাশ

   🅓 অপত্য

উত্তর➠ 🅑 বিকাশ

17. বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয়?

   🅐 পূর্ণাঙ্গতা অর্জিত হলে বৃদ্ধি বন্ধ হয়ে যায়

   🅑 বৃদ্ধি বলতে সাধারণত দৈহিক পরিবর্তনকে বোঝায়

   🅒 বৃদ্ধি বলতে সাধারণত পরিমাণগত পরিবর্তন বোঝায় যখন বিকাশ বলতে গুণগত পরিবর্তন বোঝায়

   🅓 বিকাশ হল কারণ বৃদ্ধি হল তার ফল

উত্তর➠ 🅓 বিকাশ হল কারণ বৃদ্ধি হল তার ফল

 সঠিকটি হল  বৃদ্ধি হল কারণ বিকাশ হল তার ফল।

18. বিকাশ হল 

   🅐 পরিমাণগত

   🅑 গুণগত

   🅒 পরিমাপযোগ্য

   🅓 কোনোটিই নয়

উত্তর➠ 🅑 গুণগত

19. বৃদ্ধি দ্রুত হয় 

   🅐 শৈশবের প্রারম্ভিক ধাপে

   🅑 কৈশর

   🅒 শৈশবের শেষ রাতে

   🅓 প্রাপ্তবয়স্কে

উত্তর➠ 🅐 শৈশবের প্রারম্ভিক ধাপে

20. বৃদ্ধি স্তব্ধ হয় 

   🅐 কৈশর

   🅑 শৈশবে

   🅒 প্রাপ্তবয়স্কে

   🅓 পরিনত বয়সে

উত্তর➠ 🅓 পরিনত বয়সে

21. নিম্নের কোনটি নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত পরিব্যপ্ত?

   🅐 বৃদ্ধি

   🅑 মানসিক বিকাশ

   🅒 বিকাশ

   🅓 দৈহিক বিকাশ

উত্তর➠ 🅐 বৃদ্ধি

 

Important Notes

22. বৃদ্ধি ও বিকাশ বলতে কী বোঝো?

      অথবা, বৃদ্ধি ও বিকাশ কাকে বলে?

উত্তর➠ বৃদ্ধি: পরিমাণগত ভাবে দেহের আয়তন উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। আর্নল্ড জোন্স -এর মতে, দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকেই বৃদ্ধি বলে।

বিকাশ: মানব-ব্যক্তির জীবনব্যাপী এক উন্নতিশীল সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়াই হল বিকাশ। বিকাশের বিভিন্ন দিক পর্যবেক্ষণযোগ্য। বিকাশ হল গুণগত পরিবর্তন। অর্থাৎ বিকাশ কথাটির দ্বারা ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক ইত্যাদি সমস্ত দিকের পরিবর্তনকে বোঝানো হয়।

23. বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্য গুলি লেখ।

উত্তর➠ বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্যগুলি হল 

বৃদ্ধির বৈশিষ্ট্য: 

(i) বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে। বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন।

(ii) বৃদ্ধি সহজেই পর্যবেক্ষণযোগ্য ও পরিমাপযোগ্য।

(iii) বৃদ্ধি পুষ্টিকর খাদ্য, উপযুক্ত পরিবেশ এবং কিছুটা অনুশীলনের ওপর নির্ভরশীল।

(iv) বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়া এর ফলেই বৃদ্ধি ঘটে।

বিকাশের বৈশিষ্ট্য:

(i) বিকাশ একটি ধারাবাহিক ও ব্যক্তিগত প্রক্রিয়া।

(ii) বিকাশে শিখনের ফল দেখা যায়।

(iii) বিভিন্ন বিকাশগুলি (শারীরিক, মানসিক, সামাজিক ইত্যাদি) পারস্পরিক সম্পর্ক যুক্ত।

(iv) বিকাশে লিঙ্গগত পার্থক্য দেখা যায়।

24. বিকাশের বিভিন্ন দিক সমূহ গুলি লেখো।

উত্তর➠ শিক্ষার উদ্দেশ্যে ব্যক্তির সর্বাঙ্গীণ বিকাশসাধন। তাই বিকাশের বিভিন্ন দিকগুলি আলোচনা করা প্রয়োজন। বিকাশের বিভিন্ন দিকগুলি হল - দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, অহংবোধের বিকাশ, প্রাক্ষোভিক বিকাশ, ভাষার বিকাশ, প্রজ্ঞামূলক বিকাশ, নৈতিক বিকাশ, সামাজিক বিকাশ ইত্যাদি।

25. বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর➠ বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য গুলি হল

বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য
বৃদ্ধি বিকাশ
(i) সাধারণত বৃদ্ধি হল শিশুর দৈহিক আকার ও আয়তনের পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া। (i) বিকাশ হল শিশুর দৈহিক, মানসিক, সামাজিক প্রভৃতি সমস্ত দিকের সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া।
(ii) বৃদ্ধি হল সহজাত জৈবিক প্রক্রিয়ার পরিবর্তন। এরমধ্যে বাহ্যিক কোনো শর্তের প্রভাব নেই। (ii) বিকাশ হল পরিবেশের প্রভাব ও অভিজ্ঞতার ফল। সহজাত গুণাবলী ও পরিবেশের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমেই শিশুর বিকাশ ঘটে।
(iii) বৃদ্ধিকে পরিমাপ করা যায়। (iii) বিকাশকে কেবলমাত্র পর্যবেক্ষণ করা যায় কিন্তু পরিমাপ করা যায় না।
(iv) বৃদ্ধির একটি নির্দিষ্ট সময়সীমা আছে। নির্দিষ্ট বয়ঃস্তরে গিয়ে বৃদ্ধি থেমে যায় বা তার হার কমে যায়। অর্থাৎ বৃদ্ধি একটি সামরিক প্রক্রিয়া। (iv) বিকাশ হল নিরবিচ্ছিন্ন, অবিরাম, জীবনব্যাপী পরিবর্তনের প্রক্রিয়া। বিকাশ জন্মের পর থেকে শুরু হয়, চলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত।
(v) বৃদ্ধি হল পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া। (v) বিকাশ হল গুণগত পরিবর্তনের প্রক্রিয়া।

আরও দেখে নাও:

4 Comments

Previous Post Next Post

نموذج الاتصال