প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা “Show Answer” বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....
1. উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থটি হল 一
🅐 রজন
🅑 রেসারপিন
🅒 তরুক্ষীর
🅓 ট্যানিন
উত্তর➠ 🅑 রেসারপিন
➥ উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ (উপক্ষার) গুলি হল - কুইনাইন, রেসারপিন, ডাটুরিন, নিকোটিন, স্ট্রিকনিন, মরফিন, ক্যাফেইন, থেইন, অ্যাট্রোপিন।
2. উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থটি হল 一
🅐 কুইনাইন
🅑 মরফিন
🅒 ট্যানিন
🅓 ক্যাফেইন
উত্তর➠ 🅒 ট্যানিন
➥ উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ গুলি হল - গঁদ, রজন, তরুক্ষীর, ট্যানিন, উদবায়ী তেল বা বানতেল।
3. নীচের কোনটি উদ্ভিদের রেচন পদার্থ নয়?
🅐 বাকলমোচন
🅑 পএমোচন
🅒 বাষ্পমোচন
🅓 ফলমোচন
উত্তর➠ 🅒 বাষ্পমোচন
4. কর্পূর হল 一
🅐 গঁদ
🅑 তরুক্ষীর
🅒 রজন
🅓 উপক্ষার
উত্তর➠ 🅐 গঁদ
➥ সজিনা, বাবলা, শিরিষ, আমড়া, জিয়ল প্রভৃতি উদ্ভিদের কান্ড থেকে গঁদ পাওয়া যায়।
5. গঁদ একপ্রকার 一
🅐 মনোস্যাকারাইড
🅑 ডাইস্যাকারাইড
🅒 অলিগোস্যাকারাইড
🅓 পলিস্যাকারাইড
উত্তর➠ 🅓 পলিস্যাকারাইড
6. গঁদ-রজন এর উদাহরণ হল 一
🅐 হিং
🅑 তার্পিন তেল
🅒 চাঁচগলা
🅓 খয়ের
উত্তর➠ 🅐 হিং
➥ গঁদ-রজনের উদাহরণ - ধুনো, হিং।
7. কানাডা বালসাম একপ্রকার 一
🅐 বানতেল
🅑 ওলিও রজন
🅒 মিশ্র রজন
🅓 কঠিন রজন
উত্তর➠ 🅑 ওলিও রজন
➥ ওলিও রজনের উদাহরণ - তার্পিন তেল, কানাডা বালসাম।
8. বাড়ির দেয়াল চুন দিয়ে রং করতে ব্যবহৃত রেচন পদার্থটি হল 一
🅐 গঁদ
🅑 তরুক্ষীর
🅒 রজন
🅓 স্ট্রিকনিন
উত্তর➠ 🅐 গঁদ
9. রজন পাওয়া যায় কোন্ গাছ থেকে?
🅐 রবার গাছ
🅑 শাল গাছ
🅒 পাইন গাছ
🅓 শাল ও পাইন
উত্তর➠ 🅓 শাল ও পাইন
10. উদ্ভিদদেহের ক্ষত সারিয়ে তোলে 一
🅐 গঁদ
🅑 তরুক্ষীর
🅒 ট্যানিন
🅓 রেসারপিন
উত্তর➠ 🅑 তরুক্ষীর
➥ তরুক্ষীর এর উৎস - বট, আকন্দ, রবার, পেঁপের সাদা রঙের তরল, তামাক প্রভৃতির বর্ণহীন তরুক্ষীর ও শেয়ালকাঁটার হলুদ বর্ণের তরুক্ষীর।
11. কষা স্বাদযুক্ত নাইট্রোজেন বিহীন উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থটি হল 一
🅐 মরফিন
🅑 ক্যাফেইন
🅒 নিকোটিন
🅓 ট্যানিন
উত্তর➠ 🅓 ট্যানিন
➥ ট্যানিন চর্মশিল্পে চামড়া ট্যান করতে (পাকা করতে), কালি প্রস্তুতিতে, খয়ের (একপ্রকার ট্যানিন) পানের মশলা হিসেবে ব্যবহৃত হয়।
12. ট্যানিন পাওয়া যায় 一
🅐 চায়ের পাতায়
🅑 আমলকী, হরীতকী ও বহেড়া ফলে
🅒 A ও B উভয়ই
🅓 কোনোটিই নয়
উত্তর➠ 🅒 A ও B উভয়ই
13. কোনটি লোহিত কণিকার পরজীবীকে ধ্বংস করে?
🅐 মরফিন
🅑 রেসারপিন
🅒 কুইনাইন
🅓 নিকোটিন
উত্তর➠ 🅒 কুইনাইন
➥ কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের বাকল (ছাল) থেকে।
14. উদ্ভিদের মূলে প্রাপ্ত উপক্ষারটি হল 一
🅐 ডাটুরিন
🅑 নিকোটিন
🅒 রেসারপিন
🅓 অ্যাট্রোপিন
উত্তর➠ 🅒 রেসারপিন
➥ রেসারপিন সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায়।
রেসারপিন থেকে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয়।
15. ধুতরো থেকে প্রাপ্ত উপকারটি হল 一
🅐 অ্যাট্রোপিন
🅑 ডাটুরিন
🅒 স্ট্রিকনিন
🅓 থেইন
উত্তর➠ 🅑 ডাটুরিন
➥ ডাটুরিন থেকে হাঁপানির ওষুধ তৈরি হয়।
16. নিকোটিনের উৎস হল 一
🅐 চা
🅑 তামাক
🅒 শাল
🅓 সেগুন
উত্তর➠ 🅑 তামাক গাছের পাতা
➥ নিকোটিন মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়।
17. বেলেডোনা গাছ থেকে প্রাপ্ত উপক্ষারটি হল 一
🅐 স্ট্রিকনিন
🅑 অ্যাট্রোপিন
🅒 মরফিন
🅓 ডাটুরিন
উত্তর➠ 🅑 অ্যাট্রোপিন
➥ অ্যাট্রোপিন চোখের তারারন্ধকে প্রসারিত করে।
18. মরফিন এর উৎস হল 一
🅐 তামাক
🅑 কফি
🅒 আফিং
🅓 বহেড়া
উত্তর➠ 🅒 আফিং গাছের কাঁচাফলের ত্বক
➥ মরফিন থেকে ব্যথা-বেদনা উপশম ও গাঢ় নিদ্রার ওষুধ তৈরি হয়।
19. ক্যাফেইনের উৎস হল কফি গাছের 一
🅐 পাতা
🅑 মূল
🅒 বীজ
🅓 ফল
উত্তর➠ 🅒 বীজ
➥ ক্যাফেইন থেকে ব্যথা-বেদনা উপশমকারী ওষুধ তৈরি হয়।
20. নিম্নের কোনটি থেকে হাঁপানির ওষুধ তৈরি হয়?
🅐 নিকোটিন
🅑 মরফিন
🅒 কুইনাইন
🅓 ডাটুরিন
উত্তর➠ 🅓 ডাটুরিন
➥ ডাটুরিনের উৎস ধুতরো গাছের পাতা ও ফল।
21. ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় 一
🅐 কুইনাইন থেকে
🅑 মরফিন থেকে
🅒 ট্যানিন থেকে
🅓 রেসারপিন থেকে
উত্তর➠ 🅐 কুইনাইন থেকে
22. পেঁপে গাছের আঠা হল 一
🅐 গঁদ
🅑 রজন
🅒 তরুক্ষীর
🅓 ট্যানিন
উত্তর➠ 🅒 তরুক্ষীর
➥ পেঁপের তরুক্ষীরে উপস্থিত প্যাপাইন উৎসেচক প্রোটিন পরিপাকে সাহায্য করে।
23. লেবুতে রেচন পদার্থরূপে কোন্ অ্যাসিড সঞ্চিত থাকে?
🅐 সাইট্রিক অ্যাসিড
🅑 ম্যালিক অ্যাসিড
🅒 টারটারিক অ্যাসিড
🅓 সবকটি
উত্তর➠ 🅐 সাইট্রিক অ্যাসিড
➥ আপেলে ম্যালিক অ্যাসিড এবং তঁতুলে টারটারিক অ্যাসিড থাকে।
24. বানতেল পাওয়া যায় 一
🅐 লেবু পাতায়
🅑 লবঙ্গ ফুলে
🅒 ইউক্যালিপটাস পাতায়
🅓 সবকটি
উত্তর➠ 🅒 ইউক্যালিপটাস পাতায়
25. পত্রমোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে 一
🅐 শিমুল ও আমড়া
🅑 অর্জুন ও পেয়ারা
🅒 লেবু ও তেঁতুল
🅓 আপেল ও লেবু
উত্তর➠ 🅐 শিমুল ও আমড়া
Created by www.studyzoneinbengali.in
আরও পড়ুন: