রেচন টপিকটি থেকে Important 25 টি MCQ প্রশ্ন ও উত্তর | প্রাণীদের রেচন | জীবনবিজ্ঞান

প্রাণীদের রেচন MCQ

রেচন টপিকটির প্রথম পর্বে আমরা উদ্ভিদের রেচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করেছি, আজকের এই পর্বে আমরা প্রাণীদের রেচন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই পর্বের প্রথমে উল্লেখযোগ্য কিছু প্রাণীর রেচন অঙ্গের নাম একটি ছকের মাধ্যমে দেখানো হয়েছে এবং তারপর প্রাণীদের রেচন MCQ (Excretion of Animals MCQ in Bengali) প্রশ্ন উত্তরগুলি দেওয়া হয়েছে।
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম, মানবদেহের প্রধান রেচন অঙ্গ কী, প্রাণীর রেচন, রেচন প্রশ্ন ও উত্তর, রেচন প্রশ্ন উত্তর mcq, রেচন mcq, রেচন তন্ত্র mcq, studyzoneinbengali, Study zone in bengali
প্রাণীদের রেচন MCQ

উল্লেখযোগ্য কিছু প্রাণীর রেচন অঙ্গ

প্রাণীর নাম রেচন অঙ্গ
অ্যামিবা সংকোচী গহ্বর
হাইড্রা দেহত্বক 
শামুক আদিবৃক্ক
ফিতাকৃমি ফ্লেম কোশ
কেঁচো, জোঁক নেফ্রিডিয়া
পতঙ্গ (আরশোলা, মশা, মাছি ইত্যাদি) ম্যালপিজিয়ান নালিকা
মাকড়সা, কাঁকড়াবিছা কক্সাল গ্রন্থি
চিংড়ি সবুজ গ্রন্থি, বহিঃকঙ্কাল নির্মোচন
মাছ ফুলকা, বৃক্ক (প্রোনেফ্রস)
পাখি ফুসফুস, বৃক্ক (মেটানেফ্রস)
ব্যাং (উভচর) ফুসফুস, বৃক্ক (মেসোনেফ্রস)
মানুষ বৃক্ক (মেটানেফ্রস), যকৃৎ, ত্বক, ফুসফুস, লালাগ্রন্থি


বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ)

প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা “Show Answerবাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবেদ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....

1. মানব দেহের প্রধান রেচন অঙ্গটি হল ㅡ

   🅐 যকৃৎ

   🅑 বৃক্ক

   🅒 ত্বক

   🅓 ফুসফুস

উত্তর➠ 🅑 বৃক্ক

2. মানুষের সহকারী রেচন অঙ্গটি হল 

   🅐 মস্তিষ্ক

   🅑 যকৃৎ

   🅒 শুক্রাশয়

   🅓 অগ্ন্যাশয়

উত্তর➠ 🅑 যকৃৎ

3. মানুষের বৃক্ক কোন্ প্রকৃতির ?

   🅐 প্রোনেফ্রিক

   🅑 মেসোনেফ্রিক

   🅒 মেটানেফ্রিক

   🅓 এপিনেফ্রিক

উত্তর➠ 🅒 মেটানেফ্রিক

4. এরিথ্রোপয়েটিন ও রেনিন ক্ষরণ করে 

   🅐 বৃক্ক

   🅑 ক্ষুদ্রান্ত

   🅒 ত্বক

   🅓 ফুসফুস

উত্তর➠ 🅐 বৃক্ক

5. প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা 

   🅐 15 লক্ষ

   🅑 5 লক্ষ 

   🅒 10 লক্ষ

   🅓 1 লক্ষ

উত্তর➠ 🅒 10 লক্ষ

6. মানুষের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থটি হল 

   🅐 অ্যামোনিয়া

   🅑 ইউরিয়া

   🅒 ইউরিক অ্যাসিড

   🅓 কিটোন বডি

উত্তর➠ 🅑 ইউরিয়া

7. মানুষের বৃক্কের অবতল অংশের খাঁজটিকে বলে 

   🅐 পেলভিস 

   🅑 গবিনী

   🅒 হাইলাম

   🅓 মেডালা

উত্তর➠ 🅒 হাইলাম

8. মানুষের বৃক্কের আবরণটি হল 

   🅐 হাইলাম

   🅑 মেনিনজেস

   🅒 পেরিকার্ডিয়াম

   🅓 ক্যাপসুল

উত্তর➠ 🅓 ক্যাপসুল

9. গবিনী বৃক্ষের মধ্যে প্রবেশ করে যে ফানেল সদৃশ গঠন তৈরি করে, তাকে বলে 

   🅐 হাইলাম

   🅑 ইউরেটার

   🅒 পেলভিস

   🅓 নেফ্রন

উত্তর➠ 🅒 পেলভিস

10. মেজর ক্যালিক্স দেখা যায় 

   🅐 ফুসফুসে

   🅑 হৃৎপিন্ডে

   🅒 বৃক্কে

   🅓 ত্বকে

উত্তর➠ 🅒 বৃক্কে

11. নেফ্রনের যে অংশটি বৃক্কের কর্টেক্সে অবস্থিত, তা হল

   🅐 ম্যালপিজিয়ান করপাসলস্ 

   🅑 ম্যালপিজিয়ান নালিকা

   🅒 বৃক্কীয় নালী

   🅓 কোনোটিই নয়

উত্তর➠ 🅐 ম্যালপিজিয়ান করপাসলস্ 

12. পোডোসাইট কোশ দেখা যায় 

   🅐 যকৃতে

   🅑 অগ্নাশয়ে

   🅒 নেফ্রনে

   🅓 পাকস্থলীতে

উত্তর➠ 🅒 নেফ্রনে

13. সংগ্ৰাহী নালীগুলি যে নালীতে মিলিত হয়, তাকে বলে

   🅐 ডাক্ট অফ বেলিনি

   🅑 হেনরির লুপ

   🅒 বাওম্যানস্ ডাক্ট

   🅓 ইউরেটার

উত্তর➠ 🅐 ডাক্ট অফ বেলিনি

14. বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্যকারী হরমোনটি হল

   🅐 ACTH

   🅑 ADH

   🅒 GTH

   🅓 TSH

উত্তর➠ 🅑 ADH

15. একজন সুস্থ লোকের প্রতিদিনের গ্লোমেরুলার পরিস্রাবণের হার হল 

   🅐 180 লিটার

   🅑 150 লিটার

   🅒 100 লিটার

   🅓 50 লিটার

উত্তর➠ 🅐 180 লিটার

16. হেনরির লুপে নীচের কোন্ উপাদানটি শোষিত হয়?

   🅐 গ্লুকোজ

   🅑 ইউরিয়া

   🅒 Na+ আয়ন

   🅓 পটাশিয়াম

উত্তর➠ 🅒 Na+ আয়ন

17. নেফ্রনের যে অংশে ক্ষরণ ঘটে, তা হল 

   🅐 PCT

   🅑 DCT

   🅒 হেনরির লুপ

   🅓 বাওম্যানস্ ক্যাপসুল

উত্তর➠ 🅑 DCT

18. বাওম্যানস্ ক্যাপসুলের কাছে অবস্থিত বৃক্কীয় নালিকার অংশটি হল

   🅐 নিকটবর্তী সংবর্ত নালী

   🅑 দূরবর্তী সংবর্ত নালী

   🅒 হেনরির লুপ

   🅓 সংগ্রাহী নালী

উত্তর➠ 🅐 নিকটবর্তী সংবর্ত নালী

19. বৃক্কীয় নালিকা দ্বারা একটি ক্ষরিত পদার্থ হল 

   🅐 ক্রিয়েটিন

   🅑 গ্লুকোজ

   🅒 ক্লোরাইড আয়ন

   🅓 অ্যামাইনো অ্যাসিড

উত্তর➠ 🅐 ক্রিয়েটিন

20. যে নালীর মাধ্যমে বৃক্কে উৎপন্ন মূএ মূত্রাশয়ে জমা হয়, তা হল

   🅐 ইউরেটার

   🅑 গবিনী

   🅒 ইউরেথ্রা

   🅓 AB উভয়ই

উত্তর➠ 🅑 গবিনী

21. মানুষের অতিরিক্ত রেচন অঙ্গটি হল 

   🅐 মস্তিষ্ক

   🅑 যকৃৎ

   🅒 অগ্ন্যাশয়

   🅓 পাকস্থলী

উত্তর➠ 🅑 যকৃৎ

22. নেফ্রনে মূত্র উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট নয় 

   🅐 পরাপরিস্রাবণ

   🅑 শোষন

   🅒 ক্ষরণ

   🅓 আস্রাবন

উত্তর➠ 🅓 আস্রাবন

23. যে-চক্র দ্বারা যকৃতে ইউরিয়া উৎপাদিত হয়, তা হল

   🅐 ক্রেবস চক্র

   🅑 কেলভিন চক্র

   🅒 অরনিথিন চক্র

   🅓 হৃদচক্র

উত্তর➠ 🅒 অরনিথিন চক্র

24. বৃক্কের গঠনগত ও কার্যগত একক হল 

   🅐 নেফ্রন

   🅑 গবিনী

   🅒 পেলভিস

   🅓 মেডুলা

উত্তর➠ 🅐 নেফ্রন

25. ঘর্ম দ্বারা নির্গত হয় 

   🅐 কোলেস্টেরল

   🅑 NaCl

   🅒 কোলেস্টেরল এস্টার

   🅓 ফ্যাটি অ্যাসিড

উত্তর➠ 🅑 NaCl

Created by www.studyzoneinbengali.in

আরও পড়ুন:

Previous Post Next Post

نموذج الاتصال