সংবহন ও রক্ত MCQ
প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা “Show Answer” বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....
1. কোন্ রক্তগ্রুপবিশিষ্ট মানুষ সব মানুষকে রক্ত দান করতে পারে?
🅐 'A' শ্রেণি
🅑 'B' শ্রেণি
🅒 'AB' শ্রেণি
🅓 'O' শ্রেণি
উত্তর➠ 🅓 'O' শ্রেণি
2. কোন্ রক্তগ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে?
🅐 'A' শ্রেণি
🅑 'B' শ্রেণি
🅒 'AB' শ্রেণি
🅓 'O' শ্রেণি
উত্তর➠ 🅒 'AB' শ্রেণি
3. কোন্ রোগে রক্ত তঞ্চিত হয় না?
🅐 অ্যানিমিয়া
🅑 হিমোফিলিয়া
🅒 লিউকেমিয়া
🅓 পারপিউরা
উত্তর➠ 🅑 হিমোফিলিয়া
4. ব্লাড ব্যাংকে কোন্ অজৈব পদার্থ তঞ্চনরোধক পদার্থরূপে ব্যবহৃত হয়?
🅐 সোডিয়াম সাইট্রেট
🅑 সোডিয়াম ক্লোরাইড
🅒 হিমোগ্লোবিন
🅓 হেপারিন
উত্তর➠ 🅐 সোডিয়াম সাইট্রেট
➥ দাতার রক্ত তঞ্চিত হতে না-দেওয়ার জন্য ব্যবহার করা হয় - সোডিয়াম সাইট্রেট।
5. রক্ততঞ্চনে সাহায্যকারী খনিজ মৌলটি হল —
🅐 সোডিয়াম
🅑 পটাশিয়াম
🅒 ক্যালশিয়াম
🅓 ম্যাগনেশিয়াম
উত্তর➠ 🅒 ক্যালশিয়াম
➥ রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিনটি হল - ভিটামিন-K।
6. যে-শ্রেণির রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না, তা হল —
🅐 A
🅑 B
🅒 AB
🅓 O
উত্তর➠ 🅒 AB
7. A ও B দুই রকমের অ্যান্টিজেন থাকে যে-গ্রুপের রক্তে, তা হল —
🅐 A
🅑 B
🅒 AB
🅓 O
উত্তর➠ 🅒 AB
8. রক্ত সঞ্চারনে সংক্রমণের সম্ভাবনা থাকে যে-রোগটিতে, তা হল —
🅐 টাইফয়েড
🅑 হেপাটাইটিস
🅒 পোলিয়ো
🅓 কলেরা
উত্তর➠ 🅑 হেপাটাইটিস
9. দেহ প্রতিরক্ষায় সাহায্যকারী যে-প্রোটিন প্লাজমায় পাওয়া যায়, তা হল —
🅐 অ্যান্টিজেন
🅑 ইনটারফেরন
🅒 ইমিউনোগ্লোবিউলিন
🅓 টক্সয়েড
উত্তর➠ 🅒 ইমিউনোগ্লোবিউলিন
10. সঠিক ক্রস ম্যাচিং না-করে রক্ত সঞ্চালন করলে গ্রহীতার দেহে যে-ঘটনাটি ঘটতে পারে, তা হল —
🅐 ABO বিসংগতি
🅑 অ্যাগ্লুটিনেশন
🅒 হিমোলাইসিস
🅓 সবকটি
উত্তর➠ 🅓 সবকটি
11. মানুষের হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা —
🅐 2 টি
🅑 3 টি
🅒 4 টি
🅓 5 টি
উত্তর➠ 🅒 4 টি
12. হৃদপিন্ডের রক্ত গ্রহণকারী প্রকোষ্ঠটি হল —
🅐 অলিন্দ
🅑 নিলয়
🅒 A ও B উভয়ই
🅓 কোনোটিই নয়
উত্তর➠ 🅐 অলিন্দ
13. হৃদপিন্ডের আবরকের নাম কি?
🅐 প্লুরা
🅑 পেরিকার্ডিয়াম
🅒 মেনিনজেস
🅓 ক্যাপসুল
উত্তর➠ 🅑 পেরিকার্ডিয়াম
14. নিম্নমহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত ক্ষয়প্রাপ্ত কপাটিকা হল —
🅐 থিবেসিয়ান কপাটিকা
🅑 ইউস্টেচিয়ান কপাটিকা
🅒 মিট্রাল কপাটিকা
🅓 ট্রাইকাসপিড কপাটিকা
উত্তর➠ 🅑 ইউস্টেচিয়ান কপাটিকা
15. অধিক কার্বন-ডাই-অক্সাইড যুক্ত রক্ত বহন করে —
🅐 ফুসফুসীয় শিরা
🅑 ফুসফুসীয় ধমনি
🅒 মহাধমনি
🅓 করোনারি ধমনি
উত্তর➠ 🅑 ফুসফুসীয় ধমনি
➥ অধিক অক্সিজেনযুক্ত রক্ত বহন করে ফুসফুসীয় শিরা।
16. মানব হৃদপিন্ডের যে-প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়, তা হল —
🅐 ডান নিলয়
🅑 বাম নিলয়
🅒 ডান অলিন্দ
🅓 বাম অলিন্দ
উত্তর➠ 🅓 বাম অলিন্দ
17. ডান নিলয় থেকে ফুসফুসে কার্বন-ডাই-অক্সাইড যুক্ত রক্ত সরবরাহকারী রক্তবাহটি হল —
🅐 মহাধমনি
🅑 ফুসফুসীয় ধমনি
🅒 ফুসফুসীয় শিরা
🅓 করোনারি শিরা
উত্তর➠ 🅑 ফুসফুসীয় ধমনি
18. মানব হৃদপিন্ডে একমুখী রক্তপ্রবাহে সাহায্য করে —
🅐 শিরা
🅑 ধমনি
🅒 কপাটিকা
🅓 জালক
উত্তর➠ 🅒 কপাটিকা
19. 'হিজ' -এর বান্ডিল থাকে —
🅐 ফুসফুসে
🅑 হৃৎপিন্ডে
🅒 বৃক্কে
🅓 যকৃতে
উত্তর➠ 🅑 হৃৎপিন্ডে
20. হৃদপিন্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কি বলে?
🅐 সিস্টোল
🅑 ডায়াস্টোল
🅒 পেরিস্টলসিস
🅓 ডায়ালাইসিস
উত্তর➠ 🅐 সিস্টোল
➥ হৃদপিন্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে বলে ডায়াস্টোল।
21. হৃদপিন্ডের 'রিজার্ভ পেস-মেকার' হল —
🅐 AV নোড
🅑 SA নোড
🅒 বান্ডিল অফ হিজ
🅓 পারকিনজি তন্তু
উত্তর➠ 🅐 AV নোড
➥ অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে AV নোড অবস্থিত। AV নোডের স্পন্দনহার মিনিটে 55-60 বার।
22. হৃদপিন্ডের 'স্বাভাবিক পেস-মেকার' হল —
🅐 AV নোড
🅑 SA নোড
🅒 বান্ডিল অফ হিজ
🅓 পারকিনজি তন্তু
উত্তর➠ 🅑 SA নোড
➥ ডান অলিন্দ ও ঊর্ধ্ব মহাশিরার সংযোগস্থলে SA নোড অবস্থিত।
SA নোডের স্পন্দনহার মিনিটে 72-80 বার।
23. একচক্রী হৃৎপিণ্ড যুক্ত প্রাণীটি হল —
🅐 মাছ
🅑 পক্ষী
🅒 কুমির
🅓 মানুষ
উত্তর➠ 🅐 মাছ
➥ মাছের হৃদপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়।
24. দ্বিচক্রী সংবহনের সঙ্গে সম্পর্কযুক্ত হল —
🅐 পোর্টাল সংবহন
🅑 রেনাল সংবহন
🅒 সিস্টেমিক সংবহন
🅓 সেরিব্রাল সংবহন
উত্তর➠ 🅒 সিস্টেমিক সংবহন
25. হৃদস্পন্দন কোন্ ধমনিতে মাপা হয়?
🅐 রেডিয়াল ধমনি
🅑 ফুসফুসীয় ধমনি
🅒 মহাধমনি
🅓 সবকটি
উত্তর➠ 🅐 রেডিয়াল ধমনি
Created by www.studyzoneinbengali.in
আরও পড়ুন: