সংবহন ও রক্ত MCQ
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ)
প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা “Show Answer” বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....
1. রক্ত সংবহনতন্ত্র কয় প্রকার?
🅐 2
🅑 3
🅒 4
🅓 6
উত্তর➠ 🅐 2
➥ প্রাণীদেহে প্রধানত দুই ধরনের রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। যথা - (i) মুক্ত রক্ত সংবহনতন্ত্র ও (ii) বদ্ধ রক্ত সংবহনতন্ত্র।
2. মুক্ত সংবহন দেখা যায় —
🅐 কেঁচোর
🅑 আরশোলার
🅒 ব্যাঙের
🅓 মানুষের
উত্তর➠ 🅑 আরশোলার
➥ আরশোলাসহ সমস্ত পতঙ্গ, চিংড়ি (সন্ধিপদ প্রাণী), শামুক, ঝিনুক (কম্বোজ প্রাণী) ইত্যাদির মুক্ত সংবহন দেখা যায়।
3. বদ্ধ সংবহন দেখা যায় —
🅐 কেঁচোর
🅑 চিংড়ির
🅒 স্পঞ্জের
🅓 হাইড্রার
উত্তর➠ 🅐 কেঁচোর
➥ কেঁচো, জোঁক প্রভৃতি অমেরুদণ্ডী প্রাণী এবং সব মেরুদন্ডী প্রাণীতে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়।
4. পতঙ্গদের রক্তপূর্ণ দেহগহ্বরকে বলে —
🅐 হিমোসিল
🅑 হিমোসিলোমিক তরল
🅒 হিমোলিম্ফ
🅓 হিমোগ্লোবিন
উত্তর➠ 🅐 হিমোসিল
5. কোন্ প্রাণীর রক্ত শ্বাসরঞ্জকবিহীন?
🅐 বাদুড়
🅑 সাপ
🅒 রুইমাছ
🅓 প্রজাপতি
উত্তর➠ 🅓 প্রজাপতি
6. আরশোলার হৃদপিন্ডটি পরিবেষ্টিত থাকে যার দ্বারা, তা হল —
🅐 সাইনাস
🅑 পেরিকার্ডিয়াল সাইনাস
🅒 পেরিকার্ডিয়াম
🅓 সবকটি
উত্তর➠ 🅑 পেরিকার্ডিয়াল সাইনাস
➥ অ্যালারি পেশি আরশোলার পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃদপিন্ডে রক্ত প্রবেশ করতে সাহায্য করে।
7. চিংড়ির রক্তরসে উপস্থিত শ্বাসরঞ্জকটি হল —
🅐 মায়োগ্লোবিন
🅑 হিমোগ্লোবিন
🅒 হিমোসায়ানিন
🅓 হিমোএরিথ্রিন
উত্তর➠ 🅒 হিমোসায়ানিন
➥ হিমোসায়ানিন রঞ্জকে উপস্থিত ধাতুটি হল তামা।
8. লসিকা কার মাধ্যমে রক্তে ফিরে আসে?
🅐 রক্তজালক
🅑 শিরা
🅒 লসিকাবাহ
🅓 ধমনি
উত্তর➠ 🅑 শিরা
9. কেঁচোর দেহে হিমোগ্লোবিন কোথায় থাকে?
🅐 রক্তরসে
🅑 লোহিত কণিকায়
🅒 অনুচক্রিকায়
🅓 শ্বেতকণিকায়
উত্তর➠ 🅐 রক্তরসে
10. লসিকার প্রকৃতি —
🅐 তীব্র ক্ষার
🅑 তীব্র আম্লিক
🅒 ঈষৎ ক্ষারীয়
🅓 ঈষৎ আম্লিক
উত্তর➠ 🅒 ঈষৎ ক্ষারীয়
11. মানবদেহের দেহতরলের কত অংশ অন্তঃকোষীয় তরল?
🅐 50%
🅑 60%
🅒 40%
🅓 30%
উত্তর➠ 🅑 60%
12. সচল অস্থিসন্ধিতে দুটি অস্থির মাঝে উপস্থিত থাকে —
🅐 এন্ডোলিম্ফ
🅑 পেরিলিম্ফ
🅒 সাইনোভিয়াল তরল
🅓 লসিকা
উত্তর➠ 🅒 সাইনোভিয়াল তরল
13. কোন্ বহিঃকোষীয় তরলটি মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে থাকে?
🅐 লসিকা
🅑 রক্ত
🅒 কলারস
🅓 CSF
উত্তর➠ 🅑 রক্ত
14. নিম্নলিখিত কোন্ প্রাণীটির RBC থাকে না?
🅐 মানুষ
🅑 ব্যাং
🅒 কেঁচো
🅓 মাছ
উত্তর➠ 🅒 কেঁচো
15. মানুষের অনুচক্রিকার গড় আয়ু কত দিন?
🅐 1-2 দিন
🅑 2-5 দিন
🅒 5-9 দিন
🅓 9-15 দিন
উত্তর➠ 🅒 5-9 দিন
16. রক্তে RBC -এর পরিমাণ বেড়ে যাওয়াকে কী বলে?
🅐 ওলিগোসাইথিমিয়া
🅑 পলিসাইথিমিয়া
🅒 অ্যানিমিয়া
🅓 লিউকোপিনিয়া
উত্তর➠ 🅑 পলিসাইথিমিয়া
17. রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে গেলে যে রোগ হয়, তা হল —
🅐 অ্যানিমিয়া
🅑 পারপিউরা
🅒 লিউকেমিয়া
🅓 লিউকোপিনিয়া
উত্তর➠ 🅑 পারপিউরা
18. ব্লাড ক্যান্সার হল —
🅐 লিউকোপিনিয়া
🅑 লিউকেমিয়া
🅒 লিউকোসাইটোসিস
🅓 অ্যানিমিয়া
উত্তর➠ 🅑 লিউকেমিয়া
19. নিউক্লিয়াসবিহীন রক্তকণিকাটি হল —
🅐 নিউট্রোফিল
🅑 মনোসাইট
🅒 এরিথ্রোসাইট
🅓 লিম্ফোসাইট
উত্তর➠ 🅒 এরিথ্রোসাইট
20. যে-প্রকার WBC অ্যালার্জি প্রতিরোধ করে, তা হল —
🅐 লিম্ফোসাইট
🅑 নিউট্রোফিল
🅒 বেসোফিল
🅓 ইওসিনোফিল
উত্তর➠ 🅓 ইওসিনোফিল
21. প্রদত্ত কোনটি দানাবিহীন শ্বেতকণিকা?
🅐 নিউট্রোফিল
🅑 ইওসিনোফিল
🅒 বেসোফিল
🅓 লিম্ফোসাইট
উত্তর➠ 🅓 লিম্ফোসাইট
22. অ্যান্টিবডি উৎপাদনকারী রক্তকণিকা হল —
🅐 B-লিম্ফোসাইট
🅑 RBC
🅒 অনুচক্রিকা
🅓 নিউট্রোফিল
উত্তর➠ 🅐 B-লিম্ফোসাইট
23. সিরামে অনুপস্থিত উপাদানটি হল —
🅐 অ্যালবুমিন
🅑 ফাইব্রিনোজেন
🅒 গ্লোবিউলিন
🅓 বিলিরুবিন
উত্তর➠ 🅑 ফাইব্রিনোজেন
24. অ্যান্টিজেনবিহীন রক্তশ্রেণীটি হল —
🅐 A
🅑 B
🅒 AB
🅓 O
উত্তর➠ 🅓 O
25. নিম্নলিখিত কোনটি মুক্ত সংবহনে উপস্থিত থাকে না?
🅐 ধমনি
🅑 হৃদপিণ্ড
🅒 রক্তজালক
🅓 হিমোসিল
উত্তর➠ 🅒 রক্তজালক
➥ মুক্ত সংবহনতন্ত্রের উপাদানগুলি হল - হৃদপিণ্ড, ধমনি, হিমোসিল, হিমোলিম্ফ (রক্ত)।
বদ্ধ সংবহনতন্ত্রের উপাদানগুলি হল - হৃদপিণ্ড, শিরা, ধমনি, জালক ও রক্ত।
Created by www.studyzoneinbengali.in
আরও পড়ুন: