কোষ বিভাজন ও কোষ চক্র MCQ
প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা “Show Answer” বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....
1. জিন মূলত কোনটির অংশ?
🅐 RNA
🅑 DNA
🅒 DNA ও RNA উভয়ই
🅓 এর কোনোটিই নয়
উত্তর➠ 🅑 DNA
2. মানবদেহে অটোজোমের সংখ্যা হল ㅡ
🅐 40 টি
🅑 44 টি
🅒 42 টি
🅓 45 টি
উত্তর➠ 🅑 44 টি
3. মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হল ㅡ
🅐 44 টি
🅑 2 টি
🅒 46 টি
🅓 10 টি
উত্তর➠ 🅒 46 টি
4. মানুষের প্রতিটি দেহকোশে সেক্স ক্রোমোজোম থাকে ㅡ
🅐 দুটি
🅑 চারটি
🅒 46 টি
🅓 44 টি
উত্তর➠ 🅐 দুটি
➥ পুরুষের সেক্স ক্রোমোজোমকে 'XY' রূপে প্রকাশ করা হয়।
স্ত্রীলোকদের সেক্স ক্রোমোজোমকে 'XX' রূপে প্রকাশ করা হয়।
5. মানুষের শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা হল ㅡ
🅐 23 টি
🅑 4 টি
🅒 44 টি
🅓 46 টি
উত্তর➠ 🅐 23 টি
6. ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে কোন্ অ্যামাইনো অ্যাসিড থাকে ㅡ
🅐 ভ্যালিন
🅑 ট্রিপটোফ্যান
🅒 লাইসিন
🅓 লিউসিন
উত্তর➠ 🅑 ট্রিপটোফ্যান
➥ ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে ট্রিপটোফ্যান ও টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে।
ক্রোমোজোমের ক্ষারীয় প্রোটিনে আর্জিনিন, হিস্টিডিন ও লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে।
7. মানুষের কোন্ প্রকার কোশ বিভাজনকে হ্রাস বিভাজন বলে?
🅐 মাইটোসিস
🅑 মিয়োসিস
🅒 অ্যামাইটোসিস
🅓 সাইটোকাইনেসিস
উত্তর➠ 🅑 মিয়োসিস
➥ মিয়োসিস কোশ বিভাজনকালে ক্রসিংওভার ঘটে।
8. কোন্ কোশ বিভাজনকে সদৃশ বিভাজন বলে?
🅐 মাইটোসিস
🅑 অ্যামাইটোসিস
🅒 মিয়োসিস
🅓 সাইটোকাইনেসিস
উত্তর➠ 🅐 মাইটোসিস
9. মাইটোসিস কোশ বিভাজনের কোন্ দশায় বেম গঠিত হয়?
🅐 প্রফেজ
🅑 মেটাফেজ
🅒 অ্যানাফেজ
🅓 টেলোফেজ
উত্তর➠ 🅑 মেটাফেজ
10. মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে তা হল ㅡ
🅐 প্রফেজ
🅑 মেটাফেজ
🅒 অ্যানাফেজ
🅓 টেলোফেজ
উত্তর➠ 🅓 টেলোফেজ
11. কোন্ প্রকার জননে মাইটোসিস এবং মিয়োসিস দুই প্রকার কোশ বিভাজনই দেখা যায়?
🅐 অযৌন জনন
🅑 যৌন জনন
🅒 অঙ্গজ জনন
🅓 এর কোনোটিই নয়
উত্তর➠ 🅑 যৌন জনন
12. একটি মাতৃকোশ থেকে চারটি অপত্য কোশ সৃষ্টি হয় ㅡ
🅐 অ্যামাইটোসিসে
🅑 মাইটোসিসে
🅒 মিয়োসিসে
🅓 অপংজনিতে
উত্তর➠ 🅒 মিয়োসিসে
13. কোন্ দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে?
🅐 প্রফেজ
🅑 মেটাফেজ
🅒 অ্যানাফেজ
🅓 টেলোফেজ
উত্তর➠ 🅑 মেটাফেজ
14. কোন্ দশায় ক্রোমোজোমগুলি বেমের দুই বিপরীত মেরুর দিকে ধাবমান হয়?
🅐 প্রফেজ
🅑 মেটাফেজ
🅒 অ্যানাফেজ
🅓 টেলোফেজ
উত্তর➠ 🅒 অ্যানাফেজ
15. কোন্ প্রকার কোশ বিভাজনে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে না?
🅐 অ্যামাইটোসিস
🅑 মাইটোসিস
🅒 মিয়োসিস
🅓 সবক্ষেত্রে
উত্তর➠ 🅐 অ্যামাইটোসিস
16. উদ্ভিদের দেহে যে কোশটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে, তা হল ㅡ
🅐 রেনু মাতৃকোশ
🅑 অগ্রমুকুলের কোশ
🅒 পরিণত পাতার কোশ
🅓 মূলের কোশ
উত্তর➠ 🅐 রেনু মাতৃকোশ
17. ক্রোমোজোমের কোন্ অঞ্চল বেম তন্তুর সঙ্গে সংলগ্ন থাকে?
🅐 ক্রোমোমিয়ার
🅑 সেন্ট্রোমিয়ার
🅒 টেলোমিয়ার
🅓 এর কোনোটিই সঠিক নয়
উত্তর➠ 🅑 সেন্ট্রোমিয়ার
➥ সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝখানে থাকে তখন তাকে মেটাসেন্ট্রিক বলে।
একটি সেন্ট্রোমিয়ার 4 টি ক্রোমোমিয়ার নিয়ে গঠিত।
18. সেন্ট্রোমিয়ারবিহীন ক্রোমোজোমকে বলে ㅡ
🅐 মেটাসেন্ট্রিক
🅑 টেলোসেন্ট্রিক
🅒 অ্যাসেন্ট্রিক
🅓 অ্যাক্রোসেন্ত্রিক
উত্তর➠ 🅒 অ্যাসেন্ট্রিক
19. কোন্ ক্রোমাটিডে ক্রসিং ওভার হয়?
🅐 সিস্টার ক্রোমাটিড
🅑 নন সিস্টার ক্রোমাটিড
🅒 উভয় ক্রোমাটিড
🅓 এর কোনোটিই সঠিক নয়
উত্তর➠ 🅑 নন সিস্টার ক্রোমাটিড
20. কোন্ ক্রোমাটিন জিন বহন করে?
🅐 ইউক্রোমাটিন
🅑 হেটারোক্রোমাটিন
🅒 উভয়
🅓 এর কোনোটিই নয়
উত্তর➠ 🅐 ইউক্রোমাটিন
21. DNA অনুর গুয়ানিনের পরিপূরক ক্ষার মুলকটি হল ㅡ
🅐 অ্যাডেনিন
🅑 সাইটোসিন
🅒 থাইমিন
🅓 ইউরাসিল
উত্তর➠ 🅑 সাইটোসিন
22. কোশ চক্রের 'S' দশায় কী সংশ্লেষণ ঘটে?
🅐 RNA
🅑 DNA
🅒 DNA ও RNA উভয়ই
🅓 এর কোনোটিই নয়
উত্তর➠ 🅑 DNA
23. হ্যাপ্লয়েড ক্রোমোজোম (n) কোথায় দেখা যায়?
🅐 দেহ কোশ
🅑 শস্য নিউক্লিয়াস
🅒 জাইগোট
🅓 জননকোশ/গ্যামেট
উত্তর➠ 🅓 জননকোশ/গ্যামেট
24. ডিপ্লয়েড ক্রোমোজোম (2n) কোথায় দেখা যায়?
🅐 নির্ণীত নিউক্লিয়াস
🅑 পুংজনন কোশ
🅒 স্ত্রীজনন কোশ
🅓 সস্য
উত্তর➠ 🅐 নির্ণীত নিউক্লিয়াস
25. ট্রিপ্লয়েড (3n) ক্রোমোজোম কোথায় দেখা যায়?
🅐 ডিম্বানুতে
🅑 ভ্রুনানুতে
🅒 সস্য নিউক্লিয়াসে
🅓 বীজে
উত্তর➠ 🅒 সস্য নিউক্লিয়াসে
Created by www.studyzoneinbengali.in