গ্যাসের আচরণ সম্পূর্ণ টপিকের উপর MCQ প্রশ্ন ও উত্তর | পর্ব-২ | ভৌতবিজ্ঞান

গ্যাসের আচরণ সম্পূর্ণ টপিকের উপর MCQ প্রশ্ন ও উত্তর | পর্ব-২ | ভৌতবিজ্ঞান

গ্যাসের আচরণ প্রশ্ন উত্তর

গ্যাসের আচরণ (Behaviour of Gases) অধ্যায়টি স্কুল, কলেজ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। গ্যাসের আচরণ (Behaviour of Gases) অধ্যায়টির এটি পর্ব-২ । এই পর্বে বাকি থাকা কিছু গুরুত্বপূর্ণ কমনযোগ্য প্রশ্নগুলিকে MCQ আকারে উত্তর সহ দেওয়া হয়েছে।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) : 

1. বয়েলের সূত্রে ধ্রুবক কি কি ?
   🅰 গ্যাসের ভর ও গ্যাসের চাপ
   🅱 গ্যাসের চাপ ও গ্যাসের উষ্ণতা
   🅲 গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা
   🅳 গ্যাসের আয়তন ও গ্যাসের উষ্ণতা

উত্তর➠ গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা

2. চার্লসের সূত্রে ধ্রুবক কি কি ?
   🅰 গ্যাসের উষ্ণতা ও গ্যাসের চাপ
   🅱 গ্যাসের চাপ ও গ্যাসের ভর
   🅲 গ্যাসের চাপ ও গ্যাসের আয়তন
   🅳 গ্যাসের ভর ও গ্যাসের আয়তন

উত্তর➠ গ্যাসের চাপ ও গ্যাসের ভর

3. বয়েল ও চার্লসের সূত্র দুটিতে সাধারণ ধ্রুবক রাশি হল
   🅰 আয়তন
   🅱 ভর
   🅲 চাপ
   🅳 উষ্ণতা

উত্তর➠ ভর

4. চাপ =
   🅰 প্রযুক্ত বল/আয়তন
   🅱 প্রযুক্ত বল/ক্ষেত্রফল
   🅲 আয়তন/প্রযুক্ত বল
   🅳 ক্ষেত্রফল/প্রযুক্ত বল

উত্তর➠ প্রযুক্ত বল/ক্ষেত্রফল

5. STP -তে 1 মোল সকল গ্যাসের আয়তন
   🅰 11.2 লিটার
   🅱 22.4 লিটার
   🅲 44.8 লিটার
   🅳 89.6 লিটার

উত্তর➠ 22.4 লিটার

6. ব্যারোমিটারের সাহায্যে গ্যাসীয় পদার্থের কি পরিমাপ করা হয় ?
   🅰 উষ্ণতা
   🅱 পরম উষ্ণতা
   🅲 গতিবেগ
   🅳 চাপ

উত্তর➠ চাপ

7. 30°C এবং 300 K -এর মধ্যে কোন উষ্ণতাটি অধিক ?
   🅰 30°C
   🅱 300 K
   🅲 উভয়েই সমান
   🅳 এক্ষেত্রে বলা সম্ভব নয়

উত্তর➠ 30°C

8. পরমশূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন
   🅰 দ্বিগুণ হবে
   🅱 অর্ধেক হবে
   🅲 শূন্য হবে
   🅳 একই থাকবে

উত্তর➠ শূন্য হবে

9. পাস্কাল কিসের একক ?
   🅰 গ্যাসের ভর
   🅱 গ্যাসের উষ্ণতা
   🅲 গ্যাসের আয়তন
   🅳 গ্যাসের চাপ

উত্তর➠ গ্যাসের চাপ [ SI পদ্ধতিতে গ্যাসের চাপের একক নিউটন/বর্গমিটার বা পাস্কাল ]

10. পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায়
   🅰 বয়েলের সূত্র থেকে
   🅱 চার্লসের সূত্র থেকে
   🅲 অ্যাভোগাড্রোর সূত্র থেকে
   🅳 ডালটনের সূত্র থেকে

উত্তর➠ চার্লসের সূত্র থেকে

11. গ্যাসের আয়তন স্থির থাকলে গ্যাসের অনুগুলির গতিবেগের বৃদ্ধির ফল কী ?
   🅰  গ্যাসের চাপ বৃদ্ধি পায়
   🅱 গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পায়
   🅲 গ্যাসের চাপ ও উষ্ণতা উভয়ই বৃদ্ধি পায়
   🅳 কোন পরিবর্তন হয় না

উত্তর➠ গ্যাসের চাপ ও উষ্ণতা উভয়ই বৃদ্ধি পায়

12. 76 সেমি পারদস্তম্বের চাপ হল
   🅰 1 অ্যাটমসফিয়ার
   🅱 1 টর
   🅲 1 পাস্কাল
   🅳 1 বার

উত্তর➠ 1 অ্যাটমসফিয়ার

13. দুটি গ্যাসের চাপ P, আয়তন V, উষ্ণতা T । এদের মেশালে যদি মিশ্রণের আয়তন V থাকে তাহলে চাপ হবে
   🅰 5P
   🅱 P/3
   🅲 P/2
   🅳 2P

উত্তর➠ 2P

14. গ্যাসের কনার rms বেগ, গড় বেগ ও সর্বাপেক্ষা সম্ভাব্য বেগের মধ্যে সর্বাধিক হল
   🅰 rms বেগ
   🅱 গড়বেগ
   🅲 সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ
   🅳 কোনো কণার বেগ

উত্তর➠ rms বেগ

15. উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুর গড় গতিশক্তি
   🅰 বাড়বে
   🅱 কমবে
   🅲 একই থাকবে
   🅳 কোনোটিই নয়

উত্তর➠ বাড়বে

16. আদর্শ গ্যাসের চাপ গুনাঙ্কের মান কত ?
   🅰 3/273
   🅱 1/273
   🅲 1/380
   🅳 6/520

উত্তর➠ 1/273 [গ্যাসের আয়তন গুণাঙ্ক = চাপ গুণাঙ্ক]

17. চার্লসের সূত্রানুযায়ী একটি গ্যাসের আয়তন কখন শূন্য হবে ?
   🅰 -273°C
   🅱 0°C
   🅲 273°C
   🅳 100°C

উত্তর➠ -273°C

18. কি শর্তে তরলের ঘনত্ব এবং এর সম্পৃক্ত বাষ্পের ঘনত্ব একই হবে ?
   🅰 সংকট তাপমাত্রায়
   🅱 স্ফুটনাঙ্কে
   🅲 STP -তে
   🅳 সংকট চাপে

উত্তর➠ সংকট তাপমাত্রায়

19. বয়েলের সূত্রানুযায়ী PV-P লেখচিত্রটির প্রকৃতি কি ?
   🅰 সরলরেখা
   🅱 অধিবৃত্তাকার
   🅲 উপবৃত্তাকার
   🅳 বৃত্তাকার

উত্তর➠ সরলরেখা

20. উষ্ণতার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক হল
   🅰 273 K
   🅱 373 K
   🅲 -273 K
   🅳 173 K

উত্তর➠ 373 K

21. স্থির উষ্ণতায় কোনো গ্যাস প্রসারিত হলে
   🅰 গ্যাসের অনুর গতিশক্তি একই থাকবে
   🅱 গ্যাসের অনুর সংখ্যা বাড়বে
   🅲 গ্যাসের অনুর গতিশক্তি কমবে
   🅳 চাপ বাড়বে

উত্তর➠ গ্যাসের অনুর গতিশক্তি কমবে

22. কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মত আচরণ করে ?
   🅰 নিম্ন চাপে ও নিম্ন তাপমাত্রায়
   🅱 নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায়
   🅲 উচ্চ চাপে ও উচ্চ তাপমাত্রায়
   🅳 উচ্চ চাপে ও নিম্ন তাপমাত্রায়

উত্তর➠ নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায়

23. মোলার গ্যাস ধ্রুবক সব গ্যাসের জন্য একই। কারণ একই চাপ এবং তাপমাত্রায় সব গ্যাসের সমপরিমাণ আয়তনে থাকে
   🅰 সমান ভর
   🅱 সমান গতিশক্তি
   🅲 সমান সংখ্যার অনু
   🅳 সমান ঘনত্ব

উত্তর➠ সমান সংখ্যার অনু

24. প্রমাণ চাপ ও তাপমাত্রায় 7 গ্রাম নাইট্রোজেনের আয়তন
   🅰 22.4 লিটার
   🅱 11.2 লিটার
   🅲 5.6 লিটার
   🅳 2.8 লিটার

উত্তর➠ 11.2 লিটার

25. NTP তে দুটি গ্যাসের নমুনায় 1 cc হাইড্রোজেন ও 1 cc অক্সিজেন গ্যাস থাকলে, এই নমুনায় অনুর সংখ্যা
   🅰 হাইড্রোজেন -এর ক্ষেত্রে বেশি
   🅱 অক্সিজেন -এর ক্ষেত্রে বেশি
   🅲 হাইড্রোজেন ও অক্সিজেন দুটিতেই সমান
   🅳 কোনোটিই নয়

উত্তর➠ হাইড্রোজেন ও অক্সিজেন দুটিতেই সমান

26. 104°F উষ্ণতা পরম স্কেলে হবে
   🅰 320 K
   🅱 313 K
   🅲 317 K
   🅳 325 K

উত্তর➠ 313 K
সমাধান
মনে করি, পরম স্কেলে উষ্ণতার মান = 𝒙 K
সেলসিয়াস স্কেলে তার মান = (𝒙-273)°C
আমরা জানি, C/5 = (F-32)/9
                বা, (𝒙-273)/5 = (104-32)/9
                বা, (𝒙-273)/5 = 72/9
                বা, (𝒙-273)/5 = 8
                বা, 𝒙 - 273 = 40
                বা, 𝒙 = 40 + 273 = 313
∴ পরম স্কেলে উষ্ণতা হবে  313 K

27. সকল আদর্শ গ্যাস মেনে চলে
   🅰 বয়েলের সূত্র
   🅱 চার্লসের সূত্র
   🅲 বয়েল ও চার্লসের সূত্র
   🅳 ডালটনের সূত্র

উত্তর➠ বয়েল ও চার্লসের সূত্র

28. শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু
   🅰 ভারী হয়
   🅱 হালকা হয়
   🅲 সমান হয়
   🅳 কোনোটিই নয়

উত্তর➠ হালকা হয়

29. PV = nRT সমীকরণে সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে ?
   🅰 P -কে
   🅱 n -কে
   🅲 R -কে
   🅳 T -কে

উত্তর➠ R -কে

30. অ্যামোনিয়ার অনু কোন কোন মৌলিক পদার্থের পরমাণু দ্বারা গঠিত ?
   🅰 নাইট্রোজেন ও অক্সিজেন
   🅱 নাইট্রোজেন ও হাইড্রোজেন
   🅲 অক্সিজেন ও হাইড্রোজেন
   🅳 সালফার ও নাইট্রোজেন

উত্তর➠ নাইট্রোজেন ও হাইড্রোজেন

এই অধ্যায়টির প্রতিটি পর্বের প্রশ্ন ও উত্তরগুলি নীচে দেওয়া হল, ক্লিক করে দেখে নাও👇👇👇


More Topics Click Hare:



1 Comments

Previous Post Next Post

نموذج الاتصال