পরিমাপ পদ্ধতি অধ্যায়টি থেকে Important MCQ প্রশ্ন ও উত্তর With Free PDF | ভৌতবিজ্ঞান

পরিমাপ পদ্ধতি (Method of Measurement) অধ্যায়টি স্কুল, কলেজ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। পরিমাপ পদ্ধতি (Method of Measurement) অধ্যায়টি থেকে যে সকল প্রশ্নগুলি পরীক্ষায় আসে, সেই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে MCQ আকারে উত্তরসহ দেওয়া হয়েছে।

পরিমাপ পদ্ধতি, চন্দ্রশেখর লিমিট কিসের একক, পরিমাপ পদ্ধতি mcq, পরিমাপ পদ্ধতি প্রশ্ন উত্তর, পরিমাপ পদ্ধতি নবম শ্রেণী, পরিমাপ পদ্ধতি class 9, পরিমাপের পদ্ধতি, Study zone in bengali, studyzoneinbengali

মাল্টিপল চয়েস কোশ্চেন (MCQ):

1. আলোকবর্ষ কিসের একক ?

   a. গতিবেগ

   b. সময়

   c. দৈর্ঘ্য

   d. আলো প্রাবল্য

উত্তর➠ দৈর্ঘ্য

2. দৈর্ঘ্য পরিমাপের সর্ববৃহৎ এককটি হল-

   a. পারসেক

   b. আলোকবর্ষ

   c. অ্যাংস্ট্রম

   d. অ্যাস্ট্রোনমিক্যাল একক (AU)

উত্তর➠ পারসেক

3. স্টরেডিয়ান কোন ভৌতরাশির একক ?

   a. কোন

   b. ঘনকোণ

   c. বৃত্তচাপ

   d. পরিধি

উত্তর➠ ঘনকোন

4. 'পাস্কাল' কীসের একক ?

   a. চাপ

   b. পৃষ্ঠটান

   c. পৃষ্ঠশক্তি

   d. বল

উত্তর➠ চাপ

5. কোন দুটি রাশির মাত্রীয় সংকেত অভিন্ন ?

   a. ক্ষমতা ও শক্তি

   b. ভরবেগ ও গতিশক্তি

   c. কার্য ও শক্তি

   d. আপেক্ষিক গুরুত্ব ও ঘনত্ব

উত্তর➠ কার্য ও শক্তি

6. দুটি ভিন্ন রাশির মাত্রীয় সংকেত

   a. অবশ্যই ভিন্ন হবে

   b. অভিন্ন হতে পারে

   c. অভিন্ন হলে রাশি দুটি অবশ্যই শূন্যমাত্রিক হবে

   d. অভিন্ন হলে রাশি দুটি ভর নিরপেক্ষ হবে

উত্তর➠ অভিন্ন হতে পারে

7. কোনো একটি পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর ও সময়ের একক যথাক্রমে 10 cm, 10 g ও 0.1 s । ওই পদ্ধতিতে বলের একক কত হবে ?

   a. 0.1 N

   b. 1 N

   c. 10 N 

   d. 100 N 

উত্তর➠ 0.1 N 

8. নীচের কোনটি ক্ষুদ্রতম একক ? 

   a. মিলিমিটার 

   b. অ্যাংস্ট্রম 

   c. ফার্মি 

   d. মিটার 

উত্তর➠ ফার্মি 

9. এককবিহীন রাশিটি হল 

   a. আয়তন 

   b. তাপমাত্রা 

   c. আপেক্ষিক গুরুত্ব 

   d. বেগ 

উত্তর➠ আপেক্ষিক গুরুত্ব 

10. SI পদ্ধতিতে মূল এককের সংখ্যা হল 

   a. 3

   b. 5

   c. 7

   d. 8

উত্তর➠ 7

11. প্রমাণ সময়ের মান

   a. 1 সেকেন্ড

   b. 1 মিনিট 

   c. 1 ঘন্টা 

   d. 1 দিন

উত্তর➠ 1 সেকেন্ড 

12. মান এবং অভিমুখ উভয়েই আছে অথচ ভেক্টর রাশি নয়, এরূপ একটি রাশির উদাহরণ হল

   a. ভরবেগ

   b. তড়িৎপ্রবাহ

   c. কোন 

   d. বেগ

উত্তর➠ তড়িৎপ্রবাহ

13. আন্তর্জাতিক পদ্ধতিতে দীপন প্রাবল্যের একক

   a. অ্যাম্পিয়ার

   b. রেডিয়ান

   c. স্টেরেডিয়ান

   d. ক্যান্ডেলা

উত্তর➠ ক্যান্ডেলা

14. 'চন্দ্রশেখর লিমিট' কিসের একক ?

   a. ভর পরিমাপের

   b. উষ্ণতা পরিমাপের

   c. আয়তন পরিমাপের

   d. ওজন পরিমাপের

উত্তর➠ ভর পরিমাপের

15. সাধারণ স্কেলে নির্ভুলভাবে যে দৈর্ঘ্য মাপা যায় তা হল

   a. 0.1 মিমি 

   b. 0.01 মিমি

   c. 1 মিমি

   d. 0.001 মিমি

উত্তর➠ 1 মিমি

16. লম্বন ত্রুটি দেখা যায়

   a. তুলাযন্ত্রে

   b. স্কেল ও মাপনী চোঙে

   c. স্কেলে

   d. মাপনী চোঙে 

উত্তর➠ স্কেল ও মাপনী চোঙে 

17. রাইডার ব্যবহার করা হয়

   a. স্প্রিং তুলাযন্ত্রে

   b. সাধারণ তুলাযন্ত্রে 

   c. উভয়েই 

   d. কোনোটিই নয় 

উত্তর➠ সাধারণ তুলাযন্ত্রে 

18. তুলাযন্ত্রে ব্যবহার করার জন্য ওজন বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাত হল 

   a. 5:4:3:2

   b. 5:2:2:1

   c. 5:1:2:3

   d. 5:3:1:1

উত্তর➠ 5:2:2:1

19. তুলাযন্ত্রে তুলাদণ্ডের বস্তু দুটি যত লম্বা হয় তুলাযন্ত্রটি তত 

   a. দৃঢ় 

   b. সুবেদী

   c. সুস্থিত

   d. নির্ভুল হয়

উত্তর➠ সুবেদী

20. মাত্রাহীন অথচ একক আছে, এরূপ একটি রাশি হল

   a. চাপ

   b. দ্রুতি

   c. কোন

   d. ক্ষমতা

উত্তর➠ কোন

21. বল ও ত্বরণের মাত্রার অনুপাত হল 

   a. দৈর্ঘ্যের মাত্রা

   b. সময়ের মাত্রা

   c. ভরের মাত্রা

   d. কোনোটিই নয়

উত্তর➠ ভরের মাত্রা

22. এক ফোঁটা জলের আয়তন নির্ণয় করার জন্য ব্যবহৃত যন্ত্রটি হল

   a. সাধারণ তুলাযন্ত্র

   b. ড্রপার

   c. আয়তন মাপক চোঙ

   d. অন্য কোন যন্ত্র

উত্তর➠ আয়তন মাপক চোঙ

23. তুলাযন্ত্রে ব্যবহার করার জন্য ওজন বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাত হল

   a. 1:2:3:5

   b. 2:4:6:10

   c. 5:4:3:2

   d. 5:2:2:1

উত্তর➠ 5:2:2:1

24. কোনো মাত্রাহীন রাশির

   a. কখনোই একক থাকতে পারে না

   b. সর্বদাই একক থাকে

   c. একক থাকতে পারে

   d. অস্তিত্ব নেই

উত্তর➠ একক থাকতে পারে

25. এক জোড়া ভেক্টর রাশি হল

   a. ক্ষমতা ও চাপ

   b. প্রবাহমাত্রা ও টর্ক

   c. প্রবাহমাত্রা ও বল

   d. টর্ক ও ভরবেগ

উত্তর➠ টর্ক ও ভরবেগ

26. এক গড় সৌরদিন এর মান কত সেকেন্ড ?

   a. 1000

   b. 3.1536×10

   c. 3.16×10

   d. 86400

উত্তর➠ 86400

27. অণু, পরমাণুর ব্যাস ইত্যাদি পরিমাপের জন্য নিম্নোক্ত যে রাশিটির প্রয়োজন হয় সেটি হল 

   a. মিলিমিটার

   b. অ্যাস্ট্রোনমিক্যাল একক

   c. পারসেক

   d. ফার্মি

উত্তর➠ ফার্মি

28. তিনটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ হল

   a. বেগের একক

   b. ত্বরণের একক

   c. আয়তনের একক

   d. ভরবেগের একক

উত্তর➠ ভরবেগের একক

29. স্প্রিং তুলার কার্যনীতি কোন বলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত

   a. যান্ত্রিক বল

   b. মহাকর্ষ বল

   c. অভিকর্ষ বল

   d. আসঞ্জন বল

উত্তর➠ অভিকর্ষ বল

30. SI পদ্ধতিতে উষ্ণতার একক হল

   a. কেলভিন

   b. ডিগ্রী কেলভিন

   c. ডিগ্রী ফারেনহাইট

   d. ডিগ্রী সেলসিয়াস 

উত্তর➠ কেলভিন

31. স্টপওয়াচ এর ঘন্টার কাঁটা

   a. একটি

   b. বারোটি

   c. দুটি

   d. থাকে না

উত্তর➠ থাকে না 

32. নীচের কোনটি হল 1 ক্যারাট এর মান ?

   a. 200 মিলিগ্রাম

   b. 200 গ্রাম

   c. 0.2 মিলিগ্রাম

   d. 0.02 মিলিগ্রাম

উত্তর➠ 200 মিলিগ্রাম

33. কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সবথেকে বেশি ? 

   a. 0 ডিগ্রী সেলসিয়াস

   b. 4 ডিগ্রী সেলসিয়াস

   c. 8 ডিগ্রী সেলসিয়াস

   d. 100 ডিগ্রী সেলসিয়াস

উত্তর➠ 4 ডিগ্রি সেলসিয়াস

34. স্টপওয়াচের চাবিটি তৃতীয় বার চাপলে

   a. চলতে শুরু করে

   b. চলা বন্ধ করে

   c. প্রারম্ভিক অবস্থানে ফিরে আসে

   d. কোনোটিই নয়

উত্তর➠ প্রারম্ভিক অবস্থানে ফিরে আসে

35. নিউক্লিয়াসের প্রস্থচ্ছেদ মাপার একক হল

   a. মাইক্রোমিটার

   b. ম্যানোমিটার

   c. বারণ

   d. মাইক্রোসেমি

উত্তর➠ বারণ 

36. রাইডার নীচের কোন যন্ত্রের অংশ ? 

   a. স্প্রিং তুলা

   b. সাধারণ তুলাযন্ত্র

   c. ব্যারোমিটার

   d. স্টপওয়াচ

উত্তর➠ সাধারণ তুলাযন্ত্র

37. তুলাযন্ত্রের সুস্থিত হওয়ার অর্থ হল 

   a. সূচকের দোলন স্বল্পস্থায়ী হয়

   b. তুলাপাত্র দুটি খালি থাকলে সাম্য অবস্থায় তুলাদন্ড অনুভূমিক থাকে

   c. ভরের সামান্য পার্থক্য বোঝা যায়

   d. এদের সবগুলিই

উত্তর➠ সূচকের দোলন স্বল্পস্থায়ী হয়

38. একটি অসম আকৃতির ছোটো পাথরের টুকরোর আয়তন যে যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়, তা হল

   a. মিটার স্কেল

   b. মাপনী চোঙ

   c. তুলাযন্ত্র

   d. স্প্রিং তুলা

উত্তর➠ মাপনী চোঙ

39. তুলাযন্ত্র যে স্থানে কাজ করে না সেই স্থান হল

   a. মেরু অঞ্চলে

   b. বায়ু শূন্যস্থানে

   c. অভিকর্ষহীন স্থানে

   d. কোনোটিই নয়

উত্তর➠ অভিকর্ষহীন স্থানে

40. নীচের কোন রাশিগুলির একককে মূল একক ধরা হলে তাপমাত্রার একককে লব্ধ একক হিসাবে প্রকাশ করা সম্ভব ? 

   a. ভর ও দৈর্ঘ্য

   b. দৈর্ঘ্য ও সময়

   c. দৈর্ঘ্য, ভর ও সময়

   d. কোনোটিই নয়

উত্তর➠ কোনোটিই নয়

41. এক সেকেন্ড সমান

   a. ক্রিপটন ঘড়ির 16, 50, 763.73 সংখ্যক পর্যায়কাল 

   b. ক্রিপটন ঘড়ির 9, 192, 631, 770 সংখ্যক পর্যায়কাল 

   c. সিজিয়াম ঘড়ির 16, 50, 763.73 সংখ্যক পর্যায়কাল

   d. সিজিয়াম ঘড়ির 9, 192, 770 সংখ্যক পর্যায়কাল

উত্তর➠ সিজিয়াম ঘড়ির 16, 50, 763.73 সংখ্যক পর্যায়কাল 

42. বল ও সরণ উভয়ের একক দ্বিগুণ করা হলে গতিশক্তির একক কতগুণ বৃদ্ধি পাবে ?

   a. 0.5

   b. 2

   c. 4

   d. 8

উত্তর➠ 4

43. ডাইন-সেকেন্ড নীচের কোন রাশিটির একক ?

   a. বল

   b. কার্য

   c. রৈখিক ভরবেগ

   d. কৌণিক ভরবেগ

উত্তর➠ রৈখিক ভরবেগ

44. নিম্নলিখিত এককগুলির মধ্যে পরিপূরক একক কোনটি ?

   a. মোলসংখ্যা

   b. ক্যান্ডেলা

   c. স্টেরেডিয়ান

   d. অ্যাম্পিয়ার

উত্তর➠ স্টেরেডিয়ান

45. নীচের কোন জোড়ায় রাশি দুটির একক একই ?

   a. তাপ ও তাপমাত্রা

   b. তাপমাত্রা ও মোলসংখ্যা

   c. তাপ ও কার্য

   d. তাপ ও আপেক্ষিক তাপ

উত্তর➠ তাপ ও কার্য

Source: www.StudyZoneInBengali.in

এই অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলি এবং অধ্যায়টি থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেগুলি নীচের PDF File -এ যুক্ত করা হয়েছে। 

Click Here! To Download PDF File. 

Download_Bottom
আরও পড়ুন:


বন্ধুদের শেয়ার করুন
⬇️⬇️⬇️

1 Comments

Previous Post Next Post

نموذج الاتصال